সত্যিই কি এমন দুর্ধর্ষ ডিজাইন থাকবে, নাকি নমুনা বলে এমন? Mahindra-র ইলেকট্রিক SUV নিয়ে যা বললেন আনন্দ মাহিন্দ্রা

By :  SUMAN
Update: 2022-08-16 09:49 GMT

চিরাচরিত পথে হাঁটা বরাবরই অপছন্দ ভারতের ‘এসইউভি স্পেশালিস্ট’ মাহিন্দ্রা (Mahindra)-র। তারা নিজেরাই নয়া ট্রেন্ডের স্রষ্টা। এবারও তার অন্যথা হবে না। মূল বিষয়ে আসার আগে জানিয়ে রাখি, গতকাল ভারতের৭৫ তম স্বাধীনতা দিবসের দিন মাহিন্দ্রা সমগ্র বিশ্বের সামনে তাদের পাঁচ দুর্ধর্ষ ডিজাইনের ইলেকট্রিক এসইউভি গাড়ির প্রোটোটাইপ উন্মোচিত করেছে। যার মধ্যে ২০২৪-এ প্রথম মডেলটি লঞ্চ হবে। এই বিষয়ে মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা এক প্রশ্নের জবাবে জানান, এগুলির মধ্যে নিদেনপক্ষে তিনটি গাড়ির সাথে নমুনা মডেলের বহুলাংশে মিল থাকবে।

সাধারণত, সকল কনসেস্টের সাথে প্রোডাকশন মডেলের মিল ততটা নজরে পড়ে না। কনসেপ্ট ভার্সনট যতটা আকর্ষণীয় হয়, বাজারে লঞ্চ হওয়া মডেলে ভিন্ন ডিজাইন নজরে পড়ে। তবে মাহিন্দ্রার তার উলটপূরাণ ঘটাতে চলেছে। আনন্দ মাহিন্দ্রা স্পষ্টত জানিয়েছেন, সংস্থাটি তাদের দেখানো কনসেপ্ট মডেলের সাথে মিল রেখেই প্রোডাকশন ভার্সন লঞ্চ করবে। ক্রেতাদের জন্য যা অতি খুশির খবর। নমুনা মডেলের প্রসঙ্গে আনন্দ মাহিন্দ্রা মন্তব্য করেন, “আপনি যেমন দেখছেন, তেমনি পাবেন।”

মাহিন্দ্রা দুটি সাব ব্র্যান্ডের অধীনে বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে আসবে– BE ও XUV। যাদের আপাতত নামকরণ করা হয়েছে, BE.05, BE.07, BE.09, XUV.e8 ও XUV.e9। এগুলির মধ্যে সর্বপ্রথম ২০২৪-এ XUV.e8 মডেলটি লঞ্চ করা হবে। তবে ২০২৬-এর মধ্যে সবকটি মডেলই হাজির করা হবে।

বিশ্ববাজারে বৈদ্যুতিক এসইউভি গাড়ি সেগমেন্টে জনপ্রিয় হয়ে উঠতে মাহিন্দ্রা এগিয়ে চলেছে। তারা জানিয়েছে, “আজ আমরা সরকারের সমর্থনে, কম দামে বৈদ্যুতিক গাড়ি গ্রাহকদের হাতে তুলে দিতে পারছি। এবং আরও বেশি সংখ্যক গ্রাহককে পরিবেশ সম্পর্কে সচেতন করতে পারছি।” প্রসঙ্গত বর্তমানে ভারতে মাহিন্দ্রা কেবলমাত্র eVerito ইলেকট্রিক গাড়ি বিক্রি করে। এদেশের বৈদ্যুতিক গাড়ির বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে Tata Motors। ৮০ শতাংশের বেশি মার্কেট শেয়ার রয়েছে টাটার দখলে। তাই এক্ষেত্রে টাটাকে চ্যালেঞ্জ ছুড়তে কোমর বেঁধেছে মাহিন্দ্রা।

Tags:    

Similar News