ভারতীয় সংস্থার দক্ষতায় ভরসা, Ashok Leyland আরব থেকে প্রায় 600 কোটি টাকার অর্ডার পেল

By :  SUMAN
Update: 2022-09-01 07:45 GMT

ভারতের প্রসিদ্ধ বাণিজ্যিক গাড়ি নির্মাণকারী সংস্থা অশোক লেল্যান্ড (Ashok Leyland)-এর হাত এল নতুন বরাত। একটি-দুটি নয়, সংস্থাটি একসাথে ১,৪০০টি স্কুল বাসের অর্ডার পেল সংযুক্ত আরব আমিরশাহী সরকারের থেকে। সে দেশের এই প্রথম এত বড় বরাত পেয়েছে তারা। অশোক লেল্যান্ড তাদের ৫৫ আসনবিশিষ্ট Falcon এবং ৩২ আসন সংখ্যার Oyster বাসে সরবরাহ করবে। এই অর্ডার আরবে সংস্থাটির সরবরাহকারী Swaidan Tradin - AI Naboodah গোষ্ঠী পূরণ করবে। চুক্তির অঙ্ক ৭৫.১৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৫৯৬ কোটি টাকার বেশি।

হিন্দুজা গোষ্ঠীর শাখা ভারতীয় কমার্শিয়াল ভেহিকেল জায়ান্ট অশোক লেল্যান্ড দেশের অন্যতম প্রাচীনতম সংস্থা এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম বাস নির্মাতা। বিশ্বের ৫০টি দেশে এদের উপস্থিতি রয়েছে। আরবের রাস অল খাইমা-তে তাদের একটি বিশ্বমানের বাস তৈরির কারখানা আছে। যার মূল্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার। সমগ্র উপসাগরীয় কোঅপারেশন কাউন্সিল অঞ্চলে শংসাপত্র প্রাপ্ত একমাত্র বাস উৎপাদন কেন্দ্র সেটি।

কারখানাটি অশোক লেল্যান্ড এবং রাস অল খাইমাহর এক বিনিয়োগকারী যৌথ উদ্যোগে গড়ে তুলেছে। সেখাননে বার্ষিক উৎপাদন ক্ষমতা ৪,০০০ ইউনিট। ২০০৮ সালে প্রোডাকশান প্ল্যান্ট চালু হওয়ার পর এখনও পর্যন্ত ২৫ হাজারের বেশি বাস তৈরি হয়ে বেরিয়েছে। নতুন অর্ডার পাওয়াকে ঐতিহাসিক মুহূর্ত অভিহিত করে আরবে অশোক লেল্যান্ডের কার্যনির্বাহী আধিকারিক ধীরাজ হিন্দুজা বলেন, “এটি আমাদের বাসগুলির নির্ভরযোগ্যতা, স্থায়িত্ব এবং দৃঢ়তার একটি প্রমাণ। গ্রাহকদের বিশ্বাস আমাদের বাস স্কুল ছাত্রদের পরিবহণের জন্য সবচেয়ে নিরাপদ।"

তাঁর কথায়, বাসগুলি সংযুক্ত আরব আমিরশাহীর অ্যাসেম্বলি প্ল্যান্টে তৈরি করা হয়। যার নকশা আরবে আমাদের ইঞ্জিনিয়ারদের দ্বারা করা হয়েছে। ৫৫ শতাংশের বেশি যন্ত্রাংশ স্থানীয়করণের মাধ্যমে সে দেশের কারখানাতেই জোড়া লাগানো হয়।

মধ্যপ্রাচ্যের গাড়ি সংস্থাগুলির মধ্যে নিজেদেরকে অন্যতম দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে অভিহিত করে অশোক লেল্যান্ডের আন্তর্জাতিক পরিষেবার প্রধান আমনদীপ সিং বলেন, “আমাদের বাসের মালিকানার ন্যূনতম খরচ এবং বিক্রির পরের জোরালো পরিষেবা আমাদের আলাদা করে এই অর্ডারগুলি জিততে সাহায্য করেছে। আমরা আরবের অর্থনীতিতে প্রবৃদ্ধি দেখে উচ্ছ্বসিত। লাইট কমার্শিয়াল ভেইকেল ক্ষেত্রে আমাদের পোর্টফোলিওকে আরও উন্নত করার জন্য আমাদের আগ্রাসী পরিকল্পনা রয়েছে। খুব শীঘ্রই তা শুনতে পাবেন।”

Tags:    

Similar News