Ather 450X Facelift: Ola, Okinawa-দের টেক্কায় সর্বাধুনিক ইলেকট্রিক স্কুটার আনছে এথার, লঞ্চ এই দিন, এক চার্জে প্রায় 150 কিমি

By :  techgup
Update: 2022-07-05 08:18 GMT

ভারতে স্মার্ট ইলেকট্রিক স্কুটারের পথিকৃৎ হিসেবে পরিচিত এথার এনার্জি (Ather Energy)। তারা আধুনিক ডিজাইন ও ফিচারে ঠাসা 450X এবং 450 Plus মডেল বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। কিন্তু সময়ের সাথে বেড়েছে প্রতিযোগিতা। এক চার্জে বেশি পথ চলবে এমন ই-স্কুটার খুঁজছেন জ্বালানির দরবৃদ্ধিতে তিতিবিরক্ত ক্রেতারা।

প্রযুক্তিগত দিক থেকে উন্নত হলেও, এখানেই পিছিয়ে পড়ছে এথার। বাঁধ সাধছে কম রেঞ্জ। তাই এই সমস্যার স্থায়ী সমাধানে বেঙ্গালুরুর এই স্টার্টআপ সংস্থা তাদের 450X স্কুটারের উন্নত Facelift সংস্করণ লঞ্চ করতে চলেছে। যা বাজার চলতি মডেলের পারফরম্যান্সকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ই জুলাই ভারতে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেতে চলেছে 450X Facelift। এতে তুলনামূলক ভাবে বড় ব্যাটারি থাকায় এবার রেঞ্জ নিয়ে 'নো টেনশন'। এই মুহূর্তে 450X- এ রয়েছে ২.৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক, যা সম্পূর্ণ চার্জ করলে ১১৬ কিমি পর্যন্ত যাওয়া সম্ভব। যদিও বাস্তবিক পরিস্থিতিতে রেঞ্জ আরও কম। শহর কলকাতায় ই-স্কুটালটির বর্তমান মূল্য ১, ৩১, ৫৯৪ টাকা (এক্স শোরুম, দিল্লি)। দাম ও বাজারে বিকল্পের নিরিখে যা অনেকটাই বেশি। তবে এথারের পণ্য বলে বাকিদের চেয়ে বেশি ভরসাযোগ্য।

পরিবহণ দপ্তরের নথি থেকে জানা গিয়েছে, 450X Facelift মডেলে ৭৪ অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটির ৩.৬৬ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক থাকার সম্ভাবনা প্রবল। বর্তমানের 450X স্কুটারের ন্যায় নতুন মডেলেও ৩ ফেজ যুক্ত স্থায়ী ম্যাগনেট সিনক্রোনাস ইলেকট্রিক মোটর সিস্টেম দেওয়া হবে। এটি চার্জে ১৪৬ কিমি অতিক্রম করতে পারবে বলে দাবি করা হয়েছে‌।

উল্লেখ্য, Facelift মডেলটি ইতিমধ্যেই অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI)-এর শংসাপত্র পেয়েছে। এথারের এই নতুন ই-স্কুটারে ৫টি আলাদা রাইডিং মোড দেখা যেতে পারে - র‍্যাপ, স্পোর্ট, রাইড, স্মার্ট ইকো এবং ইকো। বলা বাহুল্য, ইকো মোডেই সর্বাধিক রেঞ্জ পাওয়া যাবে‌ নতুন ইলেকট্রিক স্কুটারটি কত তাড়াতাড়ি চার্জ হবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এখন ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে Ather 450X প্রায় সাড়ে তিন ঘন্টা সময় নেয়। নতুন Ather 450X Facelift সরাসরি Okianawa ও Ola S1 pro-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে।

Tags:    

Similar News