কোন বৈদ্যুতিক স্কুটারের পারফরম্যান্স বেশি ভাল? Ather 450X নাকি Ola S1 Pro
ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর S1 Pro ভারতে লঞ্চ হওয়ার পর থেকে সেভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়নি। কিন্তু ইদানিং ওলার ফ্ল্যাগশিপ মডেলটির প্রতিপক্ষ হিসেবে কয়েকটি ইলেকট্রিক স্কুটার বাজারে গজিয়ে উঠেছে। যার মধ্যে অন্যতম সদ্য নতুন সংস্করণে লঞ্চ হওয়া Ather 450X। তবে আদৌ কি সেটি সবদিক থেকে Ola S1 Pro-কে দমাতে পেরেছে? জানতে হলে তুলনাস্বরূপ আলোচনাটির শেষ পর্যন্ত চোখ রাখুন।
Ather 450X vs Ola S1 Pro স্পেসিফিকেশন এবং রেঞ্জ
এ বছরই এথার এনার্জি তাদের অতি সাধের 450X-এর নয়া ভার্সন লঞ্চ করেছে। ব্যাটারি ক্যাপাসিটি ২.৯ কিলোওয়াট আওয়ার থেকে বাড়িয়ে ৩.৭ কিলোওয়াট আওয়ার করা হয়েছে। তবে আগের মতই ৬ কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটরটি রাখা হয়েছে। যা থেকে ২৬ এনএম টর্ক পাওয়া যায়। অন্যদিকে Ola S1 Pro-তে উপস্থিত একটি ৩.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং ৮.৫ কিলোওয়াট ইলেকট্রিক মোটর।
Ola S1 Pro-এর ফুল চার্জে ১৪৫ কিমি পথ অতিক্রম করতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১৫ কিমি। এদিকে আপডেটেড ব্যাটারি প্যাক সমেত Ather 450X-এর রেঞ্জ ৮৫ কিমি থেকে বেড়ে ১০৫ কিমি হয়েছে। ই-স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ৮০ কিমি/ঘন্টা।
Ather 450X vs Ola S1 Pro ডিজাইন
ডিজাইনের দিক থেকে দুটি স্কুটারই ফিউচারিস্টিক লুকের। তবে S1 Pro-তে কার্ভের উপস্থিতি বেশি পরিমাণে চোখে পড়ে। যেখানে Ather 450X বেশ শার্প ডিজাইনের। তাই এটি দেখতে যথেষ্ট আগ্রাসী। তার মানে এই নয় S1 Pro দেখতে ভালো নয়। এর বাল্বাস ডিজাইন অসংখ্য ক্রেতাকে আকৃষ্ট করেছে।
Ather 450X vs Ola S1 Pro দাম
Ather 450X-এর ২০২২ আপডেট মডেলটির দাম আগের চাইতে সামান্য বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের FAME-II ভর্তুকি ধরে যার মূল্য ১.৫৫ লক্ষ টাকা। অন্যদিকে Ola S1 Pro গত বছর লঞ্চের সময় ১,২৯,৯৯৯ টাকা দাম ধার্য করা হলেও সম্প্রতি তা বাড়িয়ে ১.৪০ লক্ষ টাকা করেছে ভাবিশ আগারওয়ালের সংস্থা।