আর ব্যাঙ্কে যেতে হবে না, ই-স্কুটার কেনার জন্য স্বল্প সুদে ঋণ পাবেন ঘরে বসেই, SBI-এর সাথে জোট বাঁধল Ather Energy

By :  SUMAN
Update: 2022-06-09 15:03 GMT

মে মাস ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ এথার এনার্জি (Ather Energy)-র জন্য সৌভাগ্য বয়ে এনেছিল। এখনও পর্যন্ত এক মাসে রেকর্ড সংখ্যক (৩,৭৮৭টি) স্কুটার বিক্রি হয়েছে সংস্থাটির ইতিহাসে। ফলে গত মাসে এথার দেশের মধ্যে চতুর্থ বৃহত্তম বৈদ্যুতিক দু'চাকা গাড়ি নির্মাতায় পরিণত হয়েছে। এবারে দেশের বিভিন্ন প্রান্তের আরও বেশিসংখ্যক গ্রাহকের হাতে সহজে ব্যাটারিচালিত স্কুটারের চাবি তুলে দিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র সাথে হাত মেলালো এথার এনার্জি। এর ফলে গ্রাহকরা নিজের ক্ষমতা ও পছন্দ মতো ফাইন্যান্সিং বিকল্পে স্কুটার কিনতে পারবে। সমগ্র দেশে এসবিআই-এর বৃহৎ নেটওয়ার্ক থেকে স্কুটার কিনতে সহজ কিস্তিতে লোন পাবে ক্রেতারা।

সংস্থাদ্বয়ের মিলিত বিবৃতিতে বলা হয়েছে, এই জোট এথার এনার্জির গ্রাহকদের প্রাক-অনুমোদিত লোন অফার করবে এসবিআই। ফলে ক্রেতার ক্রেডিট প্রোফাইলের উপর নির্ভর করে কম সুদের হারে ইনস্ট্যান্ট লোন দেওয়া হবে। সুদের হার শুরু ৯.৫৫% থেকে। এমনকি এসবিআই-এর ইউপিআই অ্যাপ YONO-র মাধ্যমে ব্রাঞ্চে না গিয়েও লোনের জন্য আবেদন করতে পারবেন গ্রাহকরা।

এই জোটের আওতায় গ্রাহকরা টু-হুইলারের অন-রোড মূল্যের ৮৫% লোন হিসেবে পাবেন। তবে এটি নির্ভর করছে গ্রাহকের লোন পরিষদের ক্ষমতার উপর। লোন অনুমোদিত হওয়ার সাথে সাথেই ডিলারের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য অফলাইনে লোনের জন্য আবেদনের ব্যবস্থা রেখেছে এসবিআই।

এথারের প্রধান ব্যবসা আধিকারিক রবনীত ফোকেলা বলেন, “আমরা বুঝেছি গাড়ির বাজারে ফাইনান্সিংয়ের গুরুত্ব কতটা। SBI এর সাথে হাত মেলানোর ফলে আমাদের গ্রাহকরা ব্যাটারি চালিত স্কুটার সহজে কেনার মাধ্যমে বৈদ্যুতিক বিপ্লবে যোগ দিতে পারবেন বলে আমরা আত্মবিশ্বাসী।” অন্যদিকে এসবিআই-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (রিটেইল বিজনেস) সালোনি নারায়ন বলেন, “এই উদ্যোগ গ্রাহকদের কোনোরকম নথি ছাড়াই সহজে ডিজিটাল টু-হুইলার কিনতে লোন দেওয়ার একটি পদক্ষেপ। গ্রাহকরা YONO মোবাইল অ্যাপের মাধ্যমে ১০,০০০ টাকার হিসেবে ২৫১ টাকা মাসিক কিস্তি দিতে পারবেন।”

প্রসঙ্গত, বর্তমানে বাজারে এথার দু'টি স্কুটার বিক্রি করে - Ather 450X ও 450 Plus। বাজারে দু'টি মডেলের জনপ্রিয়তা নজরে পড়ার মতো। এদিকে চলতি বছরের শেষলগ্নে বা ২০২৩-এর শুরুতে Ather 450 সিরিজের  নতুন মডেল বাজারে আসবে বলে বার্তা দিয়েছে সংস্থা। তার মধ্যে একটি হতে 450X-এর নয়া সংস্করণ। বড় ব্যাটারি যোগ হওয়ার কারণে এর রেঞ্জ বেশি হওয়ার সম্ভাবনা। বাজারে টিকে থাকতে হলে যা অত্যন্ত প্রয়োজনীয়।

Tags:    

Similar News