HDFC এবং IDFC First Bank-এর সাথে জোট বাঁধল Ather Energy, ই-স্কুটার কিনতে মিলবে ইনস্ট্যান্ট লোন

By :  SUMAN
Update: 2022-03-25 11:13 GMT

ক্রেতা ধরতে বিভিন্ন সময়ে হরেক অর্থিক সংস্থার সাথে গাঁটছড়া বেঁধে থাকে অটোমোবাইল সংস্থাগুলি। গ্রাহকদের ক্ষমতা ও সুবিধা মতো সহজ লোনের কিস্তিতে ইলেকট্রিক স্কুটার হাতে তুলে দিতে এবার সেই পথেই হাঁটলো দেশের অন্যতম প্রথম সারির বৈদ্যুতিক টু-হুইলার নির্মাতা এথার এনার্জি (Ather Energy)। এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে (IDFC First Bank)-এর সাথে জোট বাঁধল এথার। এর ফলে গ্রাহকরা তৎক্ষণাৎ লোনের মাধ্যমে নির্ঝঞ্ঝাট বৈদ্যুতিক স্কুটার কেনার অভিজ্ঞতা পাবেন বলে দাবি সংস্থার।

গ্রাহকরা কম সুদের হার এবং স্কুটারের মূল্যের প্রায় সমপরিমাণ অর্থ (৯৫%) লোন হিসেবে পাবেন বলে জানিয়েছে এথার। যা পরিশোধের সময়সীমা ২-৩ বছর। উল্লেখ্য, বেঙ্গালুরুর সংস্থা এথারের বর্তমানে বাজারে দুটি ইলেকট্রিক স্কুটারের মডেল রয়েছে - Ather 450X ও Ather 450 Plus। কেন্দ্রের ফেম-টু ভর্তুকি সহ ই-স্কুটার মডেল দুটির দাম যথাক্রমে ১.১৯ লক্ষ টাকা এবং ১.৩৮ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

এই প্রসঙ্গে এথার এনার্জির ব্যবসায়িক প্রধান রভনীত ফোকেলা (Ravneet Phokela) বলেন, “বিগত ক’বছর ধরে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে। ইলেকট্রিক ভেহিকেলের বিপ্লবে গ্রাহকদের অংশগ্রহণের সংখ্যাও বাড়ছে। আমরা গ্রাহকদের চাহিদা বোঝার সম্পূর্ণ চেষ্টা করছি, তাই একাধিক ফিন্যান্সিং বিকল্প নিয়ে আসছি আমরা। এথারের ফিন্যান্সিংয়ের চাহিদা গত দু'বছরে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।”

ফোকেলা আরও বলেন, “এইচডিএফসি ও আইডিএফসি ব্যাঙ্কের সাথে আমাদের জোট, ইলেকট্রিক ভেহিকেল প্রেমীদের বৈদ্যুতিক নবজাগরণে শামিল হতে ভরসা জোগাবে বলে আমরা আত্মবিশ্বাসী। গ্রাহকদের আরো আকর্ষণীয় সুদের হারে লোন দিতে আমরা বিভিন্ন ব্যাঙ্ক, ব্যাঙ্ক নয় এমন একাধিক আর্থিক সংস্থার সাথে চুক্তিবদ্ধ হচ্ছি।”

Tags:    

Similar News