Ather Rizta: এথার বানিয়ে ফেলল তাদের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার, দাম কত?

By :  SUMAN
Update: 2024-06-10 09:37 GMT

এ বছর এপ্রিলে ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে জাঁকজমকপূর্ণভাবে লঞ্চ হয়েছিল Ather Rizta। আদতে এটি একটি ফ্যামিলি স্কুটার ও সংস্থার সবচেয়ে সস্তা মডেল। শীঘ্রই সেটির ডেলিভারি শুরু করতে চলেছে এথার এনার্জি (Ather Energy)। কারণ Ather Rizta-এর প্রথম প্রোডাকশন মডেল তৈরি হয়ে কারখানা থেকে বেরোনোর খবর সামনে এসেছে।

Ather Rizta-এর প্রথম প্রোডাকশন মডেল তৈরি হযল

Ather Rizta লঞ্চের আগে সংস্থাটি কেবলমাত্র স্পোর্টি লুকের ইলেকট্রিক স্কুটার বিক্রি করত। কিন্তু ভারতের বাজারে ফ্যামিলি ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়তে দেখে সে পথে পা বাড়িয়েছে এথার। ডিজাইনের দিক থেকে এটি যথেষ্ট আকর্ষণীয়। আন্ডার সিট স্টোরেজটিও বেশ বড়সড়, যা Ather 450 লাইনআপের মডেলগুলির তুলনায় বেশি। এতে দেওয়া হয়েছে ৩৪ লিটারের আন্ডার সিট স্টোরেজ। যেখানে লাইনআপের অন্যান্য মডেলে স্টোরেজের পরিমাণ ২২ লিটার।

Ather Rizta দুই ভ্যারিয়েন্টে অফার করা হয় – S ও Z। ফিচার, ব্যাটারির সক্ষমতা ও দামের দিক থেকে মডেল দুটি আলাদা। Rizta S-এ দেওয়া হয়েছে একটি ২.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। সম্পূর্ণ চার্জে এটি ১০৫ কিলোমিটার রেঞ্জ দেয়। যেখানে Rizta Z মডেলটি ২.৯ কিলোওয়াট আওয়ার এবং ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সহ বেছে নেওয়া যায়।

দামের প্রসঙ্গে বললে, Ather Rizta S কিনতে বর্তমানে খরচ পড়ে ১,০৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। আবার Rizta Z এর ২.৯ কিলোওয়াট আওয়ার এবং ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি মডেল দুটির মূল্য যথাক্রমে ১,২৪,৯৯৯ টাকা ও ১,৪৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।

Tags:    

Similar News