Ather Rizta: দাম মাত্র 97,546 টাকা, দেশের বৃৃহত্তম ইলেকট্রিক স্কুটার সবচেয়ে সস্তা এখানে

By :  SUMAN
Update: 2024-04-10 08:59 GMT

সম্প্রতি ভারতের সবচেয়ে বড় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে খবরের শিরোনামে এথার এনার্জি। দেশের সেই সর্বাধিক বড় সিটযুক্ত ফ্যামিলি স্কুটারটির নাম Ather Rizta। মোট তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ এটি – S (2.9 কিলোওয়াট আওয়ার ব্যাটারি), Z (2.9 কিলোওয়াট আওয়ার ব্যাটারি) ও Z (3.4 কিলোওয়াট আওয়ার ব্যাটারি)। বেঙ্গালুরুতে স্কুটারটির এক্স-শোরুম মূল্য প্রকাশ করেছে এথার। তবে বিভিন্ন রাজ্য সরকার প্রদত্ত ভর্তুকির ওপর নির্ভর করে মূল্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে আলাদা। চলুন দেখে নিই এথার রিজতা'র দাম কোথায় সবথেকে সস্তা ও বেশি।

Ather Rizta ইলেকট্রিক স্কুটারের দাম

এথারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, দিল্লিতে 2.9 কিলোওয়াট আওয়ার ব্যাটারি যুক্ত Ather Rizta S ও Z-এর দাম রাখা হয়েছে যথাক্রমে 97,546 টাকা ও 1,12,546 টাকা। যেখানে 3.4 কিলোওয়াট আওয়ার ব্যাটারির টপ-এন্ড ভ্যারিয়েন্ট কিনতে খরচ পড়বে 1,28,747। উপরের প্রতিটি মূল্য এক্স-শোরুম প্রাইস অনুযায়ী।

আবার মুম্বাইয়ে বেস মডেলের দাম 1,12,257 টাকা থেকে শুরু করে টপ মডেলের মূল্য 1,47,258 টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। হায়দ্রাবাদে Ather Rizta-র তিনটি ট্রিম কিনতে খরচ পড়বে যথাক্রমে 1,09,841 টাকা, 1,24,841 টাকা ও 1,44,842 টাকা (এক্স-শোরুম)। কলকাতায় এগুলি কিনতে খরচ পড়বে যথাক্রমে 1,30,779 টাকা, 1,48,023 টাকা ও 1,73,294 টাকা (এক্স-শোরুম)।

Ather Rizta – স্পেসিফিকেশন

Ather Rizta-র বেস ও মিড-রেঞ্জ ভ্যারিয়েন্টের সর্বাধিক রেঞ্জ যথাক্রমে 123 কিলোমিটার ও টপ ভার্সনের ক্ষেত্রে 160 কিলোমিটার। তিনটি মডেলই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। বেস মডেলে অফার করা হয়েছে টার্ন বাই টার্ন নেভিগেশন, বাকি দুটিতে রয়েছে Google Map।

বেসিক ভ্যারিয়েন্টটি তিনটি সলিড কালার অপশনে অফার করা হয়েছে, যেখানে Rizta Z সাতটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে, যার মধ্যে তিনটি সলিড এবং চারটি ডুয়েল টোন চয়েস। প্রতিটিতে রয়েছে দুটি স্ট্যান্ডার্ড রাইডিং মোড – Zip ও SmartEco। সেফটি ফিচার্সের তালিকায় উপস্থিত ট্রাকশন কন্ট্রোল, স্কিড কন্ট্রোল, এমার্জেন্সি স্টপ সিগন্যাল, থেফ্ট ও টো ডিটেকশন ইত্যাদি। এছাড়া রয়েছে ম্যাজিক টুইস্ট, অটো হোল্ড এবং রিভার্স মোড।

বেস মডেলে উপস্থিত একটি সাত ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যেখানে অন্যান্য ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে সাত ইঞ্চি টিএফটি ডিসপ্লে। Ather Rizta-র অন্যতম বিশেষত্ব 56 লিটার স্টোরেজ ক্যাপাসিটি, 34 লিটার আন্ডার সিট বুট, এবং 22 লিটার অপশনাল ফ্রাঙ্ক অ্যাক্সেসরি।

Tags:    

Similar News