KTM এর পর Triumph, ব্রিটিশ সংস্থার ব্যবসার দায়িত্ব নিল Bajaj, লঞ্চ করবে একাধিক বাইক
২০২০ সাল থেকে নতুন জোটসঙ্গী বাজাজ অটো (Bajaj Auto)-র কাঁধে ভারতের বাজারে টু-হুইলার ব্যবসার দায়িত্ব অর্পণ করল ট্রায়াম্ফ মোটরসাইকেলস (Triumph Motorcycles)। তিন বছর আগে গাঁটছড়া বেঁধেছিল তারা। এবার থেক ভারতে ট্রায়াম্ফের মোটরসাইকেল বিক্রি ও বিপণন সামলাবে বাজাজ। এদেশে ব্রিটিশ সংস্থাটিরর ১৫টি শোরুমের দেখভাল করবে বাজাজ। ১ এপ্রিল, ২০২৩ থেকে যা কার্যকর করা হয়েছে বলে সংস্থাদ্বয় বিবৃতি প্রকাশ করে জানিয়েছে।
Triumph মোটরসাইকেল ব্যবসার দায়িত্ব Bajaj-কে দিল
এদেশে কেটিএম, বাজাজ মোটরসাইকেলস, চেতক ইলেকট্রিক, বাজাজ অটো লিমিটেডের আওতায় বাজাজ থ্রি হুইলার-এর পর পঞ্চম এক্সক্লুসিভ রিটেল চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করেছে ট্রায়াম্ফের নেটওয়ার্ক। এদেশে বাজাজের ৬০০০ ডিলার এবং সাব-ডিলারের সাথে এবার ট্রায়াম্ফের ডিলারশিপ হাত মেলালো।
Bajaj-Triumph যৌথভাবে এদেশে বাইক আনছে
এই খবরের সাথেই একটি প্রেস বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, যে চলতি বছরেই একটি নতুন মাঝারি আকারের মোটরসাইকেল লঞ্চ করবে ব্রিটেনের কোম্পানিটি। ইতিমধ্যেই ভারতের রাস্তায় টেস্টিং চলাকালীন এর একাধিক ছবি ফাঁস হয়েছে। যেখানে দেখা গেছে, আসন্ন বাইকটি রোডস্টার স্টাইলের। যেটি বাজাজ এবং ট্রায়াম্ফের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে।
বাইকটি উৎপাদন বাজাজের চাকানের কারখানায় হতে পারে। ফলে তুলনামূলক সস্তায় আসবে এটি। ইঞ্জিনের প্রসঙ্গে উভয় সংস্থার তরফে এর আগে জানানো হয়েছিল, আপকামিং মডেলগুলি ২৬০-৭৫০ সিসি রেঞ্জে আসবে। এই প্রসঙ্গে সংস্থার প্রধান কমার্শিয়াল আধিকারিক পল স্ট্রোউড বলেন, “ট্রায়াম্ফের জন্য তাদের ডিলার নেটওয়ার্ক অংশীদাররা ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১৪-তে এদেশে আসার পর থেকে এখনো পর্যন্ত ৯,০০০-এর বেশি গ্রাহকদের পরিষেবা দিয়ে চলেছে তারা। বাজাজ অটো লিমিটেডের সাথে অংশীদারীতে যেই সাফল্য অর্জন করেছি সেজন্য আমরা উচ্ছ্বসিত।”
প্রসঙ্গত, নতুন রেঞ্জের মাঝারি আকারের ট্রায়াম্ফ মোটরসাইকেলটি একটি নয়া এন্ট্রি পয়েন্ট হিসেবে আনা হবে। যার জন্য ২০২৫-এর মধ্যে ১২০-টির বেশি শহরে ট্রায়াম্ফের ডিলারশিপ লঞ্চের পরিকল্পনা করছে বাজাজ। যেখানে ব্রিটিশ সংস্থারই লোগো ব্যবহার করা হবে।