Ola, TVS-কে জোর টক্কর দিতে সস্তায় বাম্পার স্কুটার আনছে Bajaj, মাইলেজ হবে 100 কিমি

By :  SUMAN
Update: 2023-09-28 14:41 GMT

ইলেকট্রিক অবতারে চেতক (Chetak) লঞ্চ করে একসময়কার জনপ্রিয় স্কুটারটির নবজন্ম ঘটিয়েছে
(Bajaj)। চলতি বছর নতুন আপডেট পাওয়ার পর মডেলটির চাহিদাও দিনদিন বাড়তে দেখা গিয়েছে। বিক্রিতে জোয়ার আনতে চেতকের দামও কমিয়েছে সংস্থা। বৈদ্যুতিক দু'চাকা গাড়ির বাজারে এবার জমি আরও শক্ত করতে স্কুটারটির আরও সস্তার ভ্যারিয়েন্ট আনতে চলেছে বাজাজ। প্রকাশ্য রাস্তায় যার টেস্ট করার ছবি ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলের সাথে ডিজাইন এবং স্টাইলিংয়ে তেমন কোন পরিবর্তন ধরা পড়েনি। তবে কাছ থেকে দেখলে পেছনের অংশের ভিন্নতা বোঝা যাচ্ছে।

Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের সস্তা ভার্সন আসছে

বাজাজ চেতক-এর বর্তমান মডেলটিতে রয়েছে একটি মাল্টি-স্পোক অ্যালয় হুইল ও ডিরেক্ট ড্রাইভ ইলেকট্রিক মোটর। ফাঁস হওয়া ছবিতে টেস্টিং মডেলটিতে হাব মাউন্টেড ইলেকট্রিক মোটরের দেখা মিলেছে। ফলে পেছনের হুইল রিম সম্পূর্ণ আবৃত। স্কুটারটিতে এখন সিঙ্গেল সাইডেড রিয়ার সুইং আর্ম থাকলেও, আপকামিং মডেলের উভয় পাশে লক্ষ্য করা যাবে এটি।

বর্তমান মডেলের সঙ্গে মিল বজায় রেখেই নতুন চেতকে দেওয়া হয়েছে অল এলইডি লাইটিং। তবে স্কুটারটির কারিগরিতে কোন পরিবর্তন ঘটানো হচ্ছে কিনা, সে সম্পর্কিত কোন তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে হাব মোটরের পাওয়ার আউটপুট ডাইরেক্ট ড্রাইভের তুলনায় সামান্য কম হতে পারে।

হাব মাউন্টেড ইলেকট্রিক মোটরের থেকে কম পাওয়ার আউটপুট উৎপন্ন হলেও বর্তমান মডেলের মতো আসন্ন চেতক থেকে ফুল চার্জে ১০০ কিলোমিটারের বেশি রেঞ্জ পাওয়া যায় বলে মনে করা হচ্ছে। এর প্রতিপক্ষ ইলেকট্রিক স্কুটার হিসেবে রয়েছে TVS iQube, Ather 450X এবং Ola S1 Pro। চেতকের হাব মোটর ভ্যারিয়েন্টটির দাম ১.১০-১.২০ লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে রাখা হতে পারে।

Tags:    

Similar News