Pulsar দিয়ে শুরু, বাজার কাঁপাতে 400cc ইঞ্জিনের আরও বাইক লঞ্চ করবে Bajaj
বাজাজ অটো (Bajaj Auto) সম্প্রতি ভারতের বাজারে তাদের সবচেয়ে শক্তিশালী পালসার লঞ্চ করেছে। যার নামকরণ করা হয়েছে Bajaj Pulsar NS400Z। সবচেয়ে সস্তা ৪০০ সিসির বাইক এটি। মাত্র ১.৮৫ লক্ষ টাকার (এক্স-শোরুম) বিস্ময়কর মূল্যে এসেছে এই স্ট্রিটফাইটার বাইক। বর্তমানে ৫০০০ টাকার বিনিময়ে বুকিং চলছে। জুন থেকে শুরু হবে ডেলিভারি। ৪০০ সিসির প্রিমিয়াম বাইক সেগমেন্টে নতুন পালসারের হাত ধরেই প্রবেশ করেছে বাজাজ। লঞ্চের আগে বাইকটির নাম Pulsar NS400 হবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু নামের পরে Z যোগ করে অবাক করে দিয়েছে সংস্থা। আবার বাজাজ জানিয়েছে, ভবিষ্যতে এই Z ব্র্যান্ডের অধীনে আরও বেশ কিছু মডেল নিয়ে আসবে তারা।
Z ব্র্যান্ডের আওতায় আরও বাইক আনবে Bajaj
এই প্রসঙ্গে বাজাজ অটো'র ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ বিস্তারিত কিছু না বললেও, ইশারায় জানিয়েছেন Z ব্র্যান্ডের অধীনে আরও নতুন কিছু আসছে। Bajaj Pulsar NS400Z হচ্ছে সংস্থার সর্বাধিক উন্নত মডেল। তাই এতে অত্যাধুনিক ফিচার্স হিসেবে ডুয়েল চ্যানেল এবিএস, রাইড বাই ওয়্যার, ট্রাকশন কন্ট্রোল ও হরেক রাইডিং মোড দেওয়া হয়েছে।
Bajaj Pulsar NS400Z মডেলে হাই-পারফরম্যান্সের জন্য সহায়তা করবে একটি ৩৭৩ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা Dominar 400-তেও উপস্থিত। এটি থেকে সর্বোচ্চ ৩৯ বিএইচপি শক্তি এবং ৩৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ছয় গতির গিয়ারবক্স। স্মুদ পারফরম্যান্সের জন্য Dominar 400-র তুলনায় এই বাইকের গিয়ার রেশিওর পাশাপাশি ইঞ্জিন সামান্য ভিন্নভাবে টিউন করা হয়েছে বলে জানিয়েছে বাজাজ।
যদিও বাজাজের পরিকল্পনা এখনও স্পষ্ট নয়, তবে অনুমান করা হচ্ছে, Z ব্র্যান্ডের প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে একই বডি স্টাইলের আরো বেশ কয়েকটি বাইক হাজির করবে তারা। Pulsar NS200 ও RS200-র মতো মডেল লঞ্চ করতে পারে সংস্থা। ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক এলেও অবাক হওয়ার কিছু থাকবে না।