ব্যাটারি ফুল থাকলে একটানা 300 কিমি চলে, এই গাড়ি Maruti Suzuki Jimny-র কপিক্যাট
গাড়ির ডিজাইন নকল করার জন্য সারা বিশ্বের অটোমোবাইল বাজারে বিশেষভাবে পরিচিত চীনা সংস্থাগুলি। ফের নিজেদের সেই কুখ্যাতির পরিচয় দিল চীনের SIAC-র অধীনস্ত সংস্থা বাওজুন (Baojun)। সম্প্রতি তারা Yep EV নামক একটি ছোট ইলেকট্রিক এসইউভি (SUV)-র ওপর থেকে পর্দা সরিয়েছে। যেটি দেখতে হুবহু Maruti Suzuki-র তিন দরজা বিশিষ্ট অফ-রোড এসইউভি Jimny-র ন্যায় দেখতে। তবে পার্থক্য বজায় রাখতে Yep EV-র স্টাইলিংয়ে কিছু পরিবর্তন ঘটানো হয়েছে।
Baojun Yep EV ডিজাইন
এবছর এপ্রিলে চীনে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ সাংঘাই অটো শো-তে ইয়েপ ইভি উন্মোচিত হবে। বাজারে লঞ্চ হবে তার এক মাস বাদে অর্থাৎ মে’তে। গাড়িটির সামনে ভিন্ন স্টাইলের এলইডি এবং সম্পূর্ণ কালো গ্রিল ছাড়া ডিজাইনের বাকি অংশ সুজুকি জিমনির অনুরূপ। গত বছর Kiwi ব্র্যান্ডিং সমেত চীনের রাস্তায় গাড়িটির কনসেপ্ট মডেলটির দর্শন পাওয়া গিয়েছিল বলে এক প্রতিবেদনে দাবি করে কারনিউজচায়না। পরবর্তীতে এটি বাওজুন ব্র্যান্ডিং সমেত বাজারে আনার সিদ্ধান্ত গৃহীত হয়।
অফ-রোডার গোত্রের সাব কম্প্যাক্ট এসইউভি গাড়িটিতে বাজারচলতি অ্যালয় হুইলের চাইতে ছোট ইউনিট দেওয়া হয়েছে। আবার শহুরে রাস্তার চলাচলের আদর্শ একটি ইলেকট্রিক গাড়ির সাথে সামঞ্জস্য রেখে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, প্রোনাউন্সড ফেন্ডার, ব্ল্যাক পেইন্টেড বাম্পার, ইন্টিগ্রেটেড স্কিড প্লেট এবং রুফ রেইলের ডিজাইন করা হয়েছে। এছাড়া রয়েছে একটি পেছনের দরজায় ছোট বাম্প, এবং একটি স্পেয়ার হুইল কভার।
আকারের দিক থেকে Baojun Yep-এ কম্প্যাক্ট স্টাইল বজায় রাখা হয়েছে। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ৩,৩৮১ মিমি, ১,৬৮৫ মিমি এবং ১,৭২১ মিমি। আইসিই মডেল Suzuki Jimny-র চাইতে এটি ২১৪ মিমি ছোট। যেখানে দুটি মডেলের উচ্চতা এবং প্রস্থ সমান।
Baojun Yep EV: ব্যাটারি, মোটর
ডিজাইনগত দিক থেকে Suzuki Jimny-র সাথে Baojun Yep-এর মিল থাকলেও এটি কিন্তু একটি ইলেকট্রিক মডেল অর্থাৎ ইঞ্জিনের বদলে চলবে ব্যাটারিতে। গাড়িটিতে রয়েছে একটাই ইলেকট্রিক মোটর, যার আউটপুট ৬৭ এইচপি এবং ১৪০ এনএম টর্ক।
প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগের ইলেকট্রিক এসইউভি গাড়িটির মোটর থেকে পেছনের চাকায় শক্তি সঞ্চারিত হবে। আবার আল হুইল ড্রাইভ সহ Yep-এর বেশি শক্তিশালী ভার্সনটি অদূর ভবিষ্যতে হাজির করা হতে পারে। সিঙ্গেল চার্জে এটি ৩০৩ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে প্রতিশ্রুতি সংস্থার।