BMW দেশে বৈদ্যুতিক যানবাহনের জনপ্রিয়তা দেখে মুগ্ধ, ভারতে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে
ভারতে ব্যবসায় অনাকাঙ্খিত প্রগতি, বস্তুত এদেশে ব্যবসা বাড়ানোয় অনুপ্রেরণা জোগাচ্ছে জার্মানির আইকনিক গাড়ির সংস্থা বিএমডব্লিউ (BMW)-কে। পেট্রোলের পর এবার বৈদ্যুতিক টু-হুইলারের বাজারে জমি শক্ত করতে চাইছে তারা। আন্তর্জাতিক বাজারে তাদের বহুল প্রশংসিত ইলেকট্রিক স্কুটার BMW CE 04 এখানে লঞ্চ করতে চলেছে বলে জল্পনা শুরু হয়েছে। যেটি গত বছরই বিশ্ব বাজারে পা রেখেছে। ডিজাইন ফিউচারিস্টিক। ভারতের বাজারে এহেন স্টাইলের স্কুটারের অস্তিত্ব নেই বললেই চলে। আসুন ইলেকট্রিক স্কুটারটির সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ভারতের সাথে CE 04-কে চীনের বাজারেও হাজির করতে পারে বিএমডব্লিউ। যদিও লঞ্চের দিনক্ষণ সম্পর্কে কোন বার্তা পাওয়া যায়নি। এদিকে সুদূর জার্মানিতে তৈরি হওয়া স্কুটারটি এদেশে বিক্রি করার ফলে দাম হতে পারে মধ্যবিত্তের নাগালের বাইরে। ইউরোপের বাজারে স্কুটারটির দাম ১১,৭০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৯.৩২ লক্ষ টাকা। দাম শুনে হয়তো অনেকেরই চোখ কপালে ওঠার জোগাড়। তবে ভারতের বাজারে এর দাম আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদেশে BMW CE 04 ১৪ লাখ টাকায় বিকোতে পারে।
প্রসঙ্গত, CE 04 কনসেপ্ট মডেল হিসেবে সর্বপ্রথম ২০১৭ সালে উন্মোচিত হয়েছিল। ২০২০-তে এর প্রোডাকশন মডেলের ঝলক দেখানো হয়। আবার চূড়ান্ত মডেলটি উৎপাদন শুরু হওয়ার আগে গত বছর জুলাইতে সর্বসমক্ষে আনা হয়েছিল। ২০২১-এর শেষ পর্যায়ে এসে এর গণ উৎপাদন শুরু হয় এবং ইউরোপের বাজারে এ বছরই পা রাখে স্কুটারটি। C Evolution ই-স্কুটারের উত্তরসূরী হিসেবে এসেছে এটি।
BMW CE 04-এর আন্তর্জাতিক মডেলের রয়েছে একটি ৮.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা একটি লিকুইড কুল্ড মটরের সাথে সংযুক্ত। মোটরটি থেকে ২০ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। মোটরটির সর্বোচ্চ আউটপুট উৎপাদনের ক্ষমতা ৪২ বিএইচপি এবং ৬২ এনএম টর্ক। এটি মাত্র ২.৬ সেকেন্ডে ০-৫০ কিমি/ঘন্টার এবং ১০ সেকেন্ডে ঘন্টায় ০-১০০ কিমির গতি তুলতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ ১২০ কিমি/ঘন্টা। আবার ওয়ার্ল্ড মোটরসাইকেল টেস্ট সাইকেল (WMTC)-এর পরীক্ষানুযায়ী স্কুটারটির রেঞ্জ ১৩০ কিমি।