সবচেয়ে শক্তিশালী বক্সার ইঞ্জিন সহ লঞ্চ হল BMW R 1300 GS, দাম শুনলে মাথা ঘুরবে!

By :  SUMAN
Update: 2024-06-13 11:08 GMT

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে ভারতের বাজারে লঞ্চ হল BMW R 1300 GS। এতদিন বাজারে বিক্রি হয়ে আসা আইকনিক অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল BMW R 1250 GS-এর জায়গা দখল করেছে নয়া মডেলটি। আপডেট হিসেবে ‘রাক্ষুসে’ BMW R 1300 GS-এ দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইন, সবচেয়ে শক্তিশালী বক্সার ১৩০০ সিসি ইঞ্জিন এবং নয়া ফিচার্স। বাইকটির দাম ২০.৯৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ঘোষণা করেছে বিএমডব্লিউ (BMW)। তবে এটি মডেলটির ইন্ট্রোডাক্টরি প্রাইস। অর্থাৎ কিছুদিন বাদে দাম বাড়ানো হবে।

BMW R 1300 GS লঞ্চ হল

BMW R 1300 GS আগের তুলনায় ১২ কেজি ওজন ঝরিয়েছে। এতে দেওয়া হয়েছে নতুন ম্যাট্রিক্স এলইডি হেডলাইট। আবার স্ট্যান্ডার্ড ফিচার্স হিসেবে উপস্থিত ডায়নামিক প্যাকেজ। এর সাথে আবার আছে গিয়ার শিফ্ট অ্যাসিস্টেন্ট প্রো এবং হরেক রাইডিং মোড। উপলব্ধ রয়েছে তিনটি স্টাইলিং প্যাকেজ – Style Triple Black, Style GS Trophy ও 719 Tramuntana।

শক্তির উৎস হিসেবে BMW R 1300 GS-এ দেওয়া হয়েছে একটি টু সিলিন্ডার বক্সার ১৩০০ সিসি ইঞ্জিন। এটি থেকে ৭৭৫০ আরপিএম গতিতে ১৪৫ বিএইচপি শক্তি এবং ৬৫০০ আরপিএম গতিতে ১৪৯ এনএম টর্ক উৎপন্ন হবে। বিএমডব্লিউ’র নতুন ShiftCam টেকনোলজি অফার করা হয়েছে। এছাড়া রয়েছে ভাল্ভ টাইমিং, ভাল্ভ স্ট্রোক, নতুন স্টিলের ফ্রেম এবং নয়া সাসপেনশন।

দানবাকৃতি BMW R 1300 GS-এ রয়েছে ইঞ্জিন ড্র্যাগ টর্ক কন্ট্রোল, হিল স্টার্ট কন্ট্রোল এবং ডায়নামিক ব্রেক কন্ট্রোল। ব্রেকিংয়ের জন্য সামনে টুইন ডিস্ক এবং পেছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে। উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে এতে উপস্থিত – এটি ৬.৫ ইঞ্চি ফুল কালার টিএফটি টাচস্ক্রিন, একটি সেন্টার স্ট্যান্ড সহ কমফোর্ট প্যাকেজ, উইন্ডশিল্ড সহ অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন, ককপিট ট্রিম ও উইন্ড ডিফ্লেক্টর, কমফোর্ট প্যাসেঞ্জার সিট সহ প্যাসেঞ্জার কিট, কমফোর্ট প্যাসেঞ্জার রেস্ট এবং লাগেজ ক্যারিয়ার। এর সাথে টুরিং প্যাকেজ অপশনাল হিসেবে রয়েছে।

Tags:    

Similar News