BPCL: জাতীয় সড়ক বরাবর 2000 EV চার্জিং স্টেশন তৈরি করবে ভারত পেট্রলিয়াম, লগ্নি করবে 200 কোটি টাকা

By :  SUMAN
Update: 2022-04-13 17:18 GMT

দেশের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সংস্থা ভারত পেট্রলিয়াম কর্পোরেশন (BPCL) জাতীয় সড়ক বরাবর ১০০টি ফাস্ট ইলেকট্রিক ভেহিকলস (ইভি) চার্জিং করিডোর তৈরির ঘোষণা করল। আজ সংস্থার তরফে জানানো হয়েছে, ১০০টি ব্যস্ততম জাতীয় সড়কের পাশে গড়ে উঠতে চলা ওই করিডোরগুলিতে বৈদ্যুতিক গাড়ির জন্য ২০০০টি চার্জিং স্টেশন থাকবে। এ কাজে চলতি অর্থবর্ষে ২০০ কোটি টাকা লগ্নি করবে তারা।

সম্প্রতি বিপিসিএল চেন্নাই-ত্রিচি মাদুরাই হাইওয়ে বরাবর তাদের প্রথম ইভি চার্জিং করিডোর খুলেছে। সেখানে একটি চার্জিং পয়েন্ট রয়েছে। আবার দু'মাসের মধ্যে কোচি-সালেম হাইওয়ের পাশে দ্বিতীয় করিডোর গড়ে তোলার পরিকল্পনা করছে সংস্থাটি

এই প্রসঙ্গে বিপিসিএলের খুচরো ব্যবসার এক্সিকিউটিভ ডিরেক্টর বিএস রবি বলেন, "২০২৩-এর মার্চের মধ্যে ১০০টি করিডোর জুড়ে ২০০০টি চার্জিং স্টেশন স্থাপন করার পরিকল্পনা করছি আমরা। এ জন্য ২০০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে‌।" তিনি যোগ করেন, আমাদের লক্ষ্য আগামী তিন বছরে ৭০০০টি চার্জিং স্টেশন গড়ে তোলা।"

প্রসঙ্গত, হালে দু'চাকা, তিন চাকা, ও চারচাকা বৈদ্যুতিক গাড়ির বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফাডার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিগত অর্থ বর্ষে এই ধরনের ৪.৩০ লক্ষ গাড়ি বিক্রি হয়েছিল। তুলনাস্বরূপ ২০২০-২১ অর্থবর্ষে ১.৬৮ লক্ষ ইউনিট ব্যাটারিচালিত গাড়ি বেচেছিল সংস্থারা‌। বিদ্যুৎচালিত গাড়ির মধ্যে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা সর্বাধিক।

Tags:    

Similar News