BSA Gold Star 650: স্বাধীনতা দিবসে চমক মাহিন্দ্রার, রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে লঞ্চ করল অপূর্ব বাইক
ব্রিটেনের হেরিটেজ মোটরসাইকেল ব্র্যান্ড বিএসএ আজ ভারতে পা রাখল। মাহিন্দ্রার মালিকানাধীন ক্লাসিক লেজেন্ডস সংস্থাটিকে কিনে এদেশে নিয়ে এসেছে। এনফিল্ডের সঙ্গে জোর টক্কর হবে এই বাইকের। আনন্দ মাহিন্দ্রার উপস্থিতিতে একটি অনুষ্ঠানে BSA Gold Star 650 ভারতে ২.৯৯ লক্ষ টাকায় লঞ্চ হয়েছে (এক্স-শোরুম)। নিকটতম প্রতিদ্বন্দ্বী Royal Enfield Interceptor 650-এর তুলনায় প্রায় ৪ হাজার টাকা সস্তা এটি। চলুন এই মোটরসাইকেলের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
বিএসএ গোল্ড স্টার ৬৫০ রেট্রো বাইকপ্রেমীদের কাছে খুব ভাল লাগবে। রাউন্ড হেডলাইট থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্কের শেপ, কার্ভড ফেন্ডার আকর্ষণীয় লুকস এনেছে। মোটরসাইকেলটির ইনসিগনিয়া রেড এবং হাইল্যান্ড গ্রীন কালার অপশন ২.৯৯ লক্ষে পাওয়া গেলেও, মিডনাইট ব্ল্যাক ও ডন সিলভার পেইন্ট কিনতে খরচ হবে ৩.১২ লক্ষ। আর শ্যাডো ব্ল্যাকের মূল্য ৩.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
BSA Gold Star 650 ক্র্যাডেল ফ্রেমের উপর নির্ভর করে তৈরি। সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে টুইন রিয়ার শক অ্যাবভর্ভার রয়েছে। বাইকটি স্পোক যুক্ত চাকায় ছুটবে। ফিচার্সের মধ্যে সেফটির জন্য ডুয়াল চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড রেখেছে কোম্পানি। সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ও ইউএসবি চার্জিং পোর্ট মিলবে এই বাইকে।
এছাড়া, ব্রেকিংয়ের দায়িত্ব সামলানোর জন্য উভয় চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক বর্তমান। পারফরম্যান্সের প্রসঙ্গে এলে, BSA Gold Star ফোর-ভাল্ভ, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে। এটি ৬,৫০০ আরপিএম গতিতে ৪৫ বিএইচপি ক্ষমতা ও ৪,০০০ আরপিএম গতিতে ৫৫ এনএম টর্ক উপন্ন করবে। সঙ্গে ফাইভ স্পিড গিয়ারবক্স রয়েছে। টপ স্পিড ১৬০ কিলোমিটারের বেশি বলে জানা গিয়েছে।