গাড়ি মালিকরা সাবধান, 31 জানুয়ারির মধ্যে এই কাজ না করলে FASTag বন্ধ হয়ে যাবে

By :  techgup
Update: 2024-01-17 06:06 GMT

বর্তমানে অনেকেই আছেন যারা গাড়ি ব্যবহার করেন, তবে গাড়ি সম্পর্কিত নিয়ম সম্পর্কে অবগত নন। আর আপনারও যদি গাড়ি থেকে থাকে, তবে একটি নতুন নিয়ম সম্পর্কে অবগত থাকা খুবই গুরুত্বপূর্ণ। না হলে যে কোনো সময় আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আসলে আপনার যদি FASTag থেকে থাকে এবং এতে পর্যাপ্ত ব্যালেন্স থাকে, তাহলে অবিলম্বে আপনার কেওয়াইসি (KYC) সম্পূর্ণ করা আছে কিনা তা পরীক্ষা করা উচিত।

সম্প্রতি আরবিআই এর নির্দেশিকা অনুসারে, যত শীঘ্র সম্ভব গাড়ির মালিকদের ফাসট্যাগ-এর জন্য প্রয়োজনীয় কেওয়াইসি সম্পন্ন করা প্রয়োজন। নইলে আগামী ৩১শে জানুয়ারী ব্যাঙ্কগুলি ফাসট্যাগ নিষ্ক্রিয় করতে শুরু করবে।

পিটিটিআইয়ের একটি রিপোর্ট অনুসারে, এনএইচএআই ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থার দক্ষতা বাড়াতে চায়। পাশাপাশি 'একটি যান, একটি ফাসট্যাগ' উদ্যোগকে ত্বরান্বিত করতে টোল প্লাজাগুলির মাধ্যমে নির্বিঘ্নে যানবাহন পরিচালন করতে চায়। উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে একাধিক গাড়ির জন্য একটাই ফাসট্যাগের অপব্যবহার রোধ করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এনএইচএআই-এর মতে এখন থেকে শুধুমাত্র লেটেস্ট ফাসট্যাগ অ্যাকাউন্ট অ্যাকটিভ থাকবে। আর পূর্ববর্তী ফাসট্যাগগুলি ৩১ শে জানুয়ারি ২০২৪-এর পরে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং এগুলিকে ব্ল্যাকলিস্ট করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি একটি গাড়ির জন্য একাধিক ফাসট্যাগ জারি করার খবর প্রকাশের পরই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও, জানানো হয়েছে যে, অনেক ব্যবহারকারী মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ফাসট্যাগ স্ক্রিনে লাগিয়ে রাখে না। যার ফলে টোল প্লাজাগুলিতে অন্যান্য গাড়ি চালকদের দেরি হয়ে যায়।

Tags:    

Similar News