Bike News: নব্বইয়ের দশকের স্মৃতি ফেরাল এই কোম্পানি, নস্টালজিয়ায় ভরা নতুন বাইক
দুর্দান্ত পারফরম্যান্স সরবরাহ করে বলে স্পোর্টস বাইকের দুনিয়ায় ইনলাইন ফোর-সিলিন্ডার ইঞ্জিন যুক্ত মডেলের কদরই আলাদা। সেই জনপ্রিয়তা প্রত্যক্ষ করে সিএফমটো তাদের প্রথম ইনলাইন ফোর সিলিন্ডার মোটরসাইকেল, CFMoto 500SR Voom সামনে আনল। ৫০০ সিসি ফোর সিলিন্ডার ইঞ্জিন প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসা এটি তাদের দ্বিতীয় মডেল।
CFMoto 500SR Voom আত্মপ্রকাশ করল
চীনের বাজারে উন্মোচিত হলেও আন্তর্জাতিক বাজারে এখনও আত্মপ্রকাশ করেনি CFMoto 500SR Voom। ডিজাইনের নিরিখে এটি নব্বই দশকের Honda CBR900RR ও Kawasaki ZXR750-এর রেট্রো স্টাইল থেকে অনুপ্রাণিত। নজর কাড়ার জন্য এতে দেওয়া হয়েছে ডুয়েল এয়ার ইনটেক ডাক্ট। যার সাথে সংযুক্ত এলইডি ডিআরএল। তার একটু নিচেই রয়েছে হেড ল্যাম্প।
CFMoto 500SR Voom রেটো স্পোর্টস বাইকে 500SR প্রোটোটাইপ মডেলের ইঞ্জিন এবং চ্যাসিস ব্যবহার করা হয়েছে। এটি টিউবুলার স্টিল ফ্রেম, আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সহ অ্যালুমিনিয়াম সুইং আর্ম পেয়েছে। দু’দিকে হাই-সেট এগজস্ট পাইপ ও চালকের সুবিধার জন্য কালার টিএফটি ডিসপ্লে বর্তমান।
CFMoto 500SR Voom-এর ৫০০ সিসি ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিনের ক্ষমতা কত হবে তা জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, এটি থেকে সর্বোচ্চ ৮০ বিএইচপি এবং ৪৫ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। যেখানে সমগোত্রের Kawasaki ZX-4RR থেকে ৭৬ হর্সপাওয়ার এবং ৩৯ এনএম টর্ক পাওয়া যায়। খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারে পা রাখতে পারে এই বাইক। তবে ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও অজানা।