Ducati Multistrada V4 RS: ফর্চুনার গাড়ির থেকেও দামি! ভারতে এল ডুকাটির দুর্ধর্ষ বাইক

By :  techgup
Update: 2024-08-30 08:40 GMT

Ducati ভারতে তাদের অন্যতম পাওয়ারফুল বাইক লঞ্চ করেছে, যার নাম Multistarda V4 RS। এটি Multistarda V4 রেঞ্জের স্পোর্টি ভার্সন। এই ট্যুরিং মোটরসাইকেলটির দাম 38.40 লক্ষ (এক্স-শোরুম) টাকা রাখা হয়েছে। যেখানে একটি টয়োটা ফর্চুনার কিনতেই খরচ পড়ে 33.43 লক্ষ টাকা। আল্ট্রা প্রিমিয়াম মডেল হওয়ার কারণে ডুকাটির নতুন বাইকে তাক লাগানো ফিচার্স ও স্পেসিফিকেশন বর্তমান।

Ducati Multistarda V4 RS পাওয়ারফুল 1,103 সিসি Desmosedici Stradle V4 ইঞ্জিনের সঙ্গে এসেছে, যা 12,250 আরপিএম গতিতে 180 হর্সপাওয়ার ও 9,500 আরপিএমে 118 এনএম টর্ক উৎপন্ন করে। বাইকটিতে আর্কাপোভিক এগজস্ট সিস্টেম দেওয়া হয়েছে। সামনে ও পিছনে 17 ইঞ্চি Marchesini ফোর্জড অ্যালুমিনিয়াম হুইল থাকছে।

Multistarda V4 RS অত্যাধুনিক সব ফিচার্স অফার করে। এতে চারটি পাওয়ার মোড (ফুল, হাই, মিডিয়াম, লো), ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, ও হুইলি কন্ট্রোল রয়েছে। একইসাথে ম্যাক্সিমাম পারফরম্যান্সের জন্য মিলবে ফুল পাওয়ার মোড। রেস, স্পোর্ট, ট্যুরিং, ও আর্বান মোড বেছে নিতে পারবেন রাইডার।

এই মোটরসাইকেলে অ্যালুমিনিয়াম মনোকক চ্যাসিস এবং ফ্রন্ট-রিয়ারে ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল Ohlins সাসপেনশন দেওয়া হয়েছে। ব্রেকিং ডিউটি সামলাবে Brembo Stylema ক্যালিপার সহ টুইন 330 মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক ও ব্রেম্বো টু-পিস্টন ক্যালিপার সহ 265 মিমি সিঙ্গেল রিয়ার ডিস্ক ব্রেক। ডুকাটি ইতিমধ্যেই বুকিং শুরু করে দিয়েছে এবং শীঘ্রই ডেলিভারি শুরু হবে বলে আশা করা যায়।।

Tags:    

Similar News