EV Fire: ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিতে আগুন ধরে মর্মান্তিক মৃত্যু বালিকার, অগ্নিদগ্ধ বাবা ও দাদা

By :  SUMAN
Update: 2022-09-20 08:07 GMT

বিশ্বব্যাপী বৈদ্যুতিক যানবাহনের চাহিদা যেমন দ্রুত গতিতে বেড়ে চলেছে, পাশাপাশি একে ঘিরে নেতিবাচক ঘটনার সংখ্যাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ব্যাটারি চালিত গাড়িতে নেতিবাচক ঘটনা বলতে একটাই বোঝাই, তা হল আগুন ধরে যাওয়া। ফের একবার এহেন অঘটনের খবর প্রকাশ পেল। তবে এবারের ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ ইয়র্কে। স্টিফেনি ভিলা টোর্স নামে এক ৮ বছরের শিশুর প্রাণ কেড়ে নিয়েছে ই-স্কুটারের বিস্ফোরিত ব্যাটারি। গত এক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই প্রদেশে এই নিয়ে তিন তিনবার ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ফেটে আগুন ধরে যাওয়ার দুর্ঘটনার কথা সামনে এলো।

১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে সকাল সাড়ে সাতটার সময় এই অনভিপ্রেত অঘটনটি ঘটেছে বলে পুলিশের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সূত্রের দাবি, ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিটি অত্যন্ত গরম হওয়ার ফলে আগুন ধরে যায়। স্টিফেনিকে ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বাচ্চা মেয়েটির বাবা সহ তাঁর ১৮ বছরের দাদাও আগুনে দগ্ধ হন।

দেহের বেশিরভাগ অংশ পোড়া অবস্থায় বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দমকল বাহিনীর এক কর্মকর্তার কথানুযায়ী, এই বিস্ফোরণের জন্য দায়ী ইলেকট্রিক স্কুটারের লিথিয়াম ব্যাটারি। এর আগে নিউইয়র্ক শহরে একটি ইলেকট্রিক স্কুটার এবং বাইকের ব্যাটারির বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রসঙ্গত, গত ৩ আগস্টে হারলেমে বৈদ্যুতিক স্কুটারের ব্যাটারির বিস্ফোরণের ফলে ৫ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়। আবার গত বছর সেপ্টেম্বরে এমনই আরেক ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের ফলে ৯ বছরের এক বালককে প্রাণ হারাতে হয়।

Tags:    

Similar News