ফুল চার্জে ছুটবে 420 কিমি! অবিশ্বাস্য মনে হলেও এমনই দুর্ধর্ষ ইলেকট্রিক বাইক আনল Energica
ইতালির প্রিমিয়াম ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড এনার্জিকা (Energica) EICMA বাইক শো-তে তাদের তিন তিনটি উন্নত মানের মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরালো। নয়া মডেলগুলি আগের চেয়ে আরও বেশি রেঞ্জ এবং টর্ক প্রদান করবে। যার সম্পূর্ণ কৃতিত্ব EMCE ইলেকট্রিক মোটর ও নতুন ব্যাটারির রসায়নের। এনার্জিকার দেখানো ব্যাটারি চালিত মডেলগুলি হল EsseEsse9+, Ego+ ও Eva Ribelle। এগুলি আগের চাইতে ৫ শতাংশ বেশি রেঞ্জ এবং ৭ এনএম অধিক টর্ক অফার করবে।
সংস্থা সূত্রে দাবি, নতুন প্রযুক্তি মোটরসাইকেলের পেছনের চাকায় অতিরিক্ত ৩৫ এনএম আউটপুট যোগ করবে। তিনটি মডেলের শহুরে রাস্তায় রেঞ্জ ৪২০ কিমি, শহর ও হাইওয়েতে রেঞ্জ ২৫০ কিমি, এবং শুধু হাইওয়েতে রেঞ্জ ২০০ কিমি। আবার এদের সাথে একটি ডিসি ফাস্ট চার্জার অফার করা হবে, যা ব্যাটারিটিকে ৪০ মিনিটে ০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সক্ষম।
এ বছরের শুরুতে সংস্থাটি তাদের Energica Experia নামে একটি ইলেকট্রিক ট্যুরিং মোটরসাইকেলের প্রদর্শন করেছিল। যার মোটর থেকে ১১৫ এনএম টর্ক পাওয়া যায়। এবারে দেখানো তিনটি মডেলের টর্ক Experia-র সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনটি বাইকের ফিচারগুলির তালিকায় রয়েছে একটি ৪.৩ ইঞ্চি টিএফটি কালার কনসোল, চারটে রাইডিং মোড – আরবান, ইকো, রেইন এবং স্পোর্ট।
আবার EsseEsse9+, Ego+ ও Eva Ribelle-এ Experia-র তিনটি কাস্টমাইজ যোগ্য মোড এবং চারটি রিজেনেটিভ ম্যাপ দেওয়া হয়েছে – লো, মিডিয়াম, হাই এবং অফ। এছাড়া রয়েছে ট্রাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল এবং পার্ক অ্যাসিস্ট। প্রসঙ্গত, ইতালির এই সংস্থাটি ভারতে পদার্পণের পরিকল্পনা করছে। তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে আগ্রহ দেখিয়েছে একাধিক বড় ভারতীয় প্রতিষ্ঠান।