নতুন মাইলস্টোন স্পর্শ করল ভারতের তৃতীয় বৃহত্তম ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড Ampere
মে মাসের পরিসংখ্যান বলছে এখন দেশের তৃতীয় বৃহত্তম দু'চাকা বৈদ্যুতিক গাড়ি নির্মাতায় পরিণত হয়েছে অ্যাম্পিয়ার (Ampere)। এবার এক নয়া মাইলফলক স্পর্শ করল তারা। গতকাল তামিলনাড়ুর রানিপেটে সংস্থার কারখানা থেকে বেরিয়ে এসেছে ৫০ হাজারতম ইলেকট্রিক স্কুটার।
গত বছর রানিপেটের উৎপাদন কেন্দ্রে উৎপাদন চালু হয়েছিল। প্রথম থেকে পঞ্চাশ হাজারে পৌঁছতে সময় লাগল সাত মাস। সংস্থার দাবি, পণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ঊর্দ্ধমুখী জ্বালানির দাম, দূষণহীন পরিবেশ গড়তে বন্ধপরিকর হওয়ার সংকল্প তাদের ব্যাটারিচালিত স্কুটারের চাহিদা বাড়িয়েছে। ফলে ওই মাইলফলকে পৌঁছনো সম্ভব হয়েছে।
উল্লেখ্য, Greaves Mobility India বর্তমানে Ampere Vehicle ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক টু-হুইলার এবং ELE ও Teja Mobility নাম ব্যবহার করে ইলেকট্রিক অটো এবং অটোরিকশা তৈরি করছে। তার মধ্যে অবশ্য অ্যাম্পিয়ার-এর সুনাম সবচেয়ে বেশি। দেশের প্রতিটি রাজ্যে সংস্থাটির ই-স্কুটার উপলব্ধ। প্রতিষ্ঠালগ্ন থেকে এখনও পর্যন্ত ভারতে দেড় লাখের বেশি গ্রাহক অ্যাম্পিয়ার পরিবারে যুক্ত হয়েছেন। ডিলারশিপের সংখ্যা তিনশোরও বেশি।
অ্যাম্পিয়ার বাজারে পাঁচটি বৈদ্যুতিক স্কুটার বিক্রি করছে। সেগুলি হল Magnus EX, Ampere Reo, Magnus Pro, Reo Lite, ও Zeal৷ দাম ৪২,৯৯৯ টাকা থেকে শুরু করে ৭৫,৭৪৯ টাকা পর্যন্ত (এক্স-শোরুম, কলকাতা)। এক চার্জে সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত সফর করতে পারে সংস্থার বিদ্যুৎ চালিত দু'চাকা গাড়ি।