দেশে ই-স্কুটার লঞ্চ করবে দুবাইয়ের সংস্থা, পশ্চিমবঙ্গ-সহ নানা রাজ্যে ডিলার নিয়োগ শুরু
ভারতের বৈদ্যুতিক গাড়ির মধ্যে দু'চাকার চাহিদা তুঙ্গে। ফলে এ দেশকে সম্ভাবনাময় বাজার হিসাবে দেখছে বিভিন্ন বিদেশি সংস্থা। ভারতের বাজারকে তারা পাখির চোখ করে এগোচ্ছে। এবার দুবাইয়ের সংস্থা মেটাফোর (META4) গোষ্ঠীর শাখা এলিসিয়াম অটোমেটিভস (Ellysium Automotives) ভারতে তাদের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ইভিয়াম (Evieum) লঞ্চের ঘোষণা করেছে। আবার এক মাসেই তিন তিনটি বৈদ্যুতিক স্কুটার লঞ্চের পরিকল্পনা করছে তারা।
সংস্থাটি মোদি সরকারের মেড-ইন-ইন্ডিয়া অভিযানে সাড়া দিয়ে এদেশের মাটিতেই দু'চাকার ব্যাটারি চালিত গাড়ি উৎপাদন করবে। ইভিয়ামের প্রতিটি ই-স্কুটার মেটাফোর গোষ্ঠীর ভোল্টলি এনার্জির কারখানায় তৈরি হবে। সংস্থাটি সম্প্রতি তেলেঙ্গানা সরকারের সাথে মৌ স্বাক্ষর করেছে। তেলেঙ্গানার জাহীরাবাদে ১৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়তে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে, যাতে চলতি আর্থিকবর্ষের শেষ থেকেই উৎপাদন চালু করা যায়।
ব্যবসার প্রসার ঘতাটে ইতিমধ্যেই সংস্থাটি পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি-এনসিআর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং ওড়িশায় নিজেদের ডিলারদের সন্ধান শুরু করেছে। চলতি আর্থিকবর্ষের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে। উপরন্তু ই-স্কুটারের পাশাপাশি সংস্থাটি বৈদ্যুতিক বাইক এবং বাইসাইকেল নিয়ে আসার চিন্তাভাবনা করছে।
সংস্থার একটি নিজস্ব টেলিম্যাটিক্স মোবাইল অ্যাপ রয়েছে, যেখান থেকে গ্রাহকরা ডিজি লকার, জিও ফেন্সিং সহ নিকটবর্তী চার্জিং স্টেশনের অবস্থান অ্যাক্সেস করার সুবিধা পাবেন। এই প্রসঙ্গে মেটাফোর গোষ্ঠীর সিইও মুজাম্মিল রিয়াজ বলেন, “একটি পেশাদার এবং দক্ষ দলের সাথে আমরা নিরাপদ এবং আত্মবিশ্বাসী ইভি রাইডিং কেমন লাগে নতুন করে ভারতীয়দের দেখাবো।” ভারত সরকারের ‘পঞ্চমৃৎ’ অভিযানের সাথে যুক্ত হয়েছে ইলিসিয়াম অটোমেটিক। ইভিয়ামের সহ-সভাপতি আদিত্য রেড্ডি বলেন, “সমগ্র বিশ্বে জ্বালানির দাম বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা সচেতনতা বাড়াতে আমরা ভারতে ইভিয়াম ব্র্যান্ড লঞ্চ করেছি।”