মোবাইল অ্যাপ দেবে 2500 চার্জিং স্টেশনের হদিশ, বৈদ্যুতিক স্কুটার ও গাড়ি মালিকদের জন্য উদ্যোগ সরকারের
দিল্লি প্রশাসনের নানা উদ্যোগে রাজধানী এবং তার সংলগ্ন জায়গাগুলিতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বেড়েছে তাৎপর্যপূর্ণ হারে। বিশেষ করে ভর্তুকি চালু হওয়ার পর দূষণহীন গাড়ি কিনতে আগ্রহী হচ্ছে দিল্লিবাসী। সম্প্রতি ইলেকট্রিক বাইসাইকেলকে দিল্লির ইভি নীতির আওতাধীন করা হয়েছে। বৈদ্যুতিক গাড়ির প্রচারে এবার আরও এক দৃষ্টান্তমূলক পদক্ষেপের ঘোষণা করল কেজরিওয়াল সরকার।
দিল্লির সকল নাগরিকদের জন্য সুইচ দিল্লি পোর্টালে ইভি চার্জিং এবং ব্যাটারি সোয়াপিং স্টেশনের ‘ওপেন ডেটাবেস ফেসিলিটি’ লঞ্চের ঘোষণা এসেছে সরকারের তরফে। কী এই ওপেন ডেটাবেস ফেসিলিটি? আসলে দিল্লিতে যত চার্জিং এবং ব্যাটারি সোয়াপিং স্টেশন রয়েছে, সেগুলি সম্পর্কে অবগত করা হবে সকল মানুষকে। আর এই পরিষেবা সকলের হাতে থাকা স্মার্টফোনে একটি টাচেই মিলবে বলে জানিয়েছে দিল্লি সরকার।
নতুন পোর্টালটি বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের ২,৫০০-এর বেশি চার্জিং পয়েন্টের হদিশ দেবে। এই প্রসঙ্গে দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাশ গহলট বলেন, “২০২১-এ দিল্লি সরকার রাজ্যের বাস পরিবহণের ওপেন ডেটাবেস নিয়ে হাজির হয়েছিল, যা ছিল একটি বড় সাফল্য। এই একই ব্যবস্থা গুগল, উবের এবং অন্যান্য সংস্থা ব্যবহার করে। বৈদ্যুতিক চার্জিং স্টেশনের ওপেন ডেটাবেস লঞ্চ করে দিল্লি সরকার রাজ্যের বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের রেঞ্জ নিয়ে দুশ্চিন্তা সহ একটি বড় সমস্যার সমাধান করতে পেরেছে।”
সরকারের তরফে আরো জানানো হয়েছে, নয়া ওয়েব পোর্টালটি স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ব্যবহারকারীদের চার্জিং পয়েন্টের অবস্থান জানতে পারবে। আবার ২০২৫-এর মধ্যে বর্তমানে দিল্লির ২,৫০০ ইউনিট থেকে চার্জিং স্টেশনের সংখ্যা বেড়ে ১৮,০০০ করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে দিল্লি প্রশাসন।
চার্জিং স্টেশনের সংখ্যা বাড়ানোর প্রসঙ্গে গহলট মন্তব্য করেন, “এই নতুন পোর্টালের মাধ্যমে রাজ্যের বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীরা ২,৫০০-এর বেশি চার্জিং পয়েন্ট এবং ব্যাটারি সোয়াপিং স্টেশনের সন্ধান পাবেন। ২০২৫-এর মধ্যে তা বেড়ে ১৮,০০০ হবে।” উল্লেখ্য, চার্জিং স্টেশনের লোকেশন ও নেভিগেশন সিস্টেমের জন্য ডেটাবেসটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে আমজনতা।