ই-স্কুটার অনেক হল, এবার ইলেকট্রিক বাইক লঞ্চ করে তাক লাগাতে চলেছে ভারতীয় সংস্থা
চেন্নাইয়ের ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ রাপ্টি (Raptee) তাদের প্রথম বৈদ্যুতিক টু-হুইলার উৎপাদন কেন্দ্রের নির্মাণ সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করল। ওই ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিটি ৩ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে। কারখানার ভিতরেই থাকবে সংস্থার গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র।
Raptee এই বছর ইলেকট্রিক বাইক লঞ্চ করবে
রাপ্টি সূত্রে জানানো হয়েছে, সব ঠিকঠাক চললে এ বছরের শেষের দিকে তারা তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল দেশের বাজারে লঞ্চ করবে। তাদের এই কারখানায় ৮৫ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা গ্রহণের কথা জানিয়েছে রাপ্টি। এখানে বছরে ১ লাখ ইউনিট টু-হুইলারের উৎপাদন হবে। আগামী দু’বছরের জন্য চেন্নাইয়ের উৎপাদন কেন্দ্রটিকেই ঘাঁটি হিসাবে দেখছে তারা।
সংস্থার দাবি, কারখানটিতে প্রায় ৫০০ জন কর্মীর কর্মসংস্থান হবে। আবার সেখানেই একটি ব্যাটারি প্যাক অ্যাসেম্বলি লাইন আলাদাভাবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এ বছরের শুরুতেই অটোমেটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI)-এর থেকে ৩.২৭ কোটি টাকা অনুদান পেয়েছিল রাপ্টি। যা কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের তরফে ‘অ্যাডভান্স মবিলিটি ট্রান্সফর্মেশন এন্ড ইনোভেশন ফাউন্ডেশন’-এর আওতায় দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, বর্তমানে বৈদ্যুতিক যানবাহনের বাজারে বিশেষত টু-হুইলার সেগমেন্টে ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। গত মাসে ভারতে মোট ১,০৪,৭৫৫ ইউনিট ব্যাটারি চালিত দু’চাকার গাড়ি বিক্রি হয়েছে। যেখানে এক বছর আগে বেচাকেনার পরিমাণ ছিল ৬৬,৭২৪ ইউনিট। ফলে এবারের বিক্রিতে ৫৭% উত্থান ঘটেছে।তবে জুনে ফেম-২ প্রকল্পে ভর্তুকি কমানোর পর বিক্রিবাটায় কেমন প্রভাব এখন তাই দেখার।