একসাথে চারটি দুর্দান্ত মেড-ইন-ইন্ডিয়া ইলেকট্রিক স্কুটি লঞ্চ করল Exalta, দাম থেকে ফিচার্স, ক্লিক করে সব দেখুন এখানে
ভারতের সম্ভাবনাময় বৈদ্যুতিক গাড়ি বাজারের সুবিধা নিতে মরিয়া সকল সংস্থাই। কারণ এদেশের বাজার সম্পর্কে একটি একটি ধারনা প্রচলিত রয়েছে। তা হল – ভারতের গাড়ির বাজার কোনো কোম্পানিকেই খালি হাতে ফেরায় না। তাই এদিকে দৃষ্টি নিক্ষেপ করেছে ছোট বড় সকল সংস্থা। তেমনই এবারে দেশীয় বৈদ্যুতিক টু-হুইলার স্টার্টআপ এক্সাল্টা (Exalta) একসাথে চার চারটি ব্যাটারি চালিত স্কুটার নিয়ে হাজির হল। এগুলি সংস্থার Zeek সিরিজের আওতায় আনা হয়েছে। যাদের নাম Exalta Zeek 1X, Zeek 2X, Zeek 3X ও Zeek 4X। স্কুটারগুলির দাম ৯৯,০০০ টাকা থেকে শুরু হচ্ছে।
Exalta Zeek 1X
Zeek 1X-এর দাম ৯৯,০০০ টাকা। এটি ৪৮ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার ক্ষমতার লিথিয়াম আয়ন অথবা লেড অ্যাসিড ব্যাটারির বিকল্পে বেছে নেওয়া যাবে। এটি থেকে ১.৬ কিলোওয়াট আওয়ার শক্তি উৎপন্ন হবে। ফিচারের মধ্যে এলসিটি মিটার, এলইডি লাইট, ইউএসবি চার্জার, ৩ স্পিড মোড, পার্কিং রিভার্স, ওয়ান বাটন রিপেয়ার, রিমুভ কি, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, ওয়্যারলেস কন্ট্রোলার এবং ই-এবিএসের সুবিধা মিলবে। ব্যাটারিটি ৩-৪ ঘন্টা ধরে ফুল চার্জ দিলে ৭০-৮০ কিমি রেঞ্জ দেবে। ইকো, সিটি এবং টার্বো – এই তিনটি ড্রাইভিং মোড সহ স্কুটারটি পাঁচটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে। যেগুলি হল ব্ল্যাক, রেড, সিলভার, হোয়াইট এবং ব্লু জেম।
Exalta Zeek 2X
Zeek 2X মডেলটির মূল্য ১,০৫,০০০ টাকা। এতেও ৪৮/৩০ লিথিয়াম/লেড অ্যাসিড ব্যাটারি দেওয়া হয়েছে। যা থেকে ১.৬ কিলোওয়াট আওয়ার শক্তি উৎপন্ন হবে। এর ফিচারের তালিকাটি হুবহু 1X-এর সমান। ব্যাটারিটি ৪-৬ ঘন্টা ধরে ফুল চার্জ দিলে ৭০-৮০ কিমি রেঞ্জ পাওয়া যাবে। তিনটি ড্রাইভিং মোডের মধ্যে আছে ইকো, সিটি এবং টার্বো। স্কুটারটি পাঁচটি রঙের বিকল্পে উপলব্ধ – ব্ল্যাক, রেড, সিলভার, হোয়াইট এবং ব্লু জেম।
Exalta Zeek 3X
এক্সালটার Zeek 3X স্কুটারটির কিনতে ১,১০,০০০ টাকা খরচ হবে। ফিচার সবকটি মডেলের ক্ষেত্রে একই। এর ব্যাটারিটি ৪-৬ ঘন্টা ধরে ফুল চার্জ দিলে ৭০-৮০ কিমি রেঞ্জ পাওয়া যাবে। ইকো, সিটি এবং টার্বো – ড্রাইভিং মোড দেওয়া হয়েছে। এটি পাঁচটি রঙের বিকল্পে কেনা যাবে। যেগুলি হল ব্ল্যাক, রেড, সিলভার, হোয়াইট এবং ব্লু জেম।
Exalta Zeek 4X
এই মডেলটির দাম ১,১৫,০০০ টাকা। ফিচার, রেঞ্জ, চার্জিং টাইম, মোড এবং কালার অপশন বাকি মডেলগুলির মত এতেও এক। আলাদা বলতে প্রিমিয়াম মডেলটিতে দেওয়া হয়েছে ১২ ইঞ্চি টায়ার এবং ডবল গ্রেড সাসপেনশন দেওয়া হয়েছে। যে কারণে এর ওজন অন্যান্য মডেলগুলির চাইতে সামান্য বেশি। ব্যাটারির অগ্নি নিরোধক ব্যবস্থা রয়েছে এতে। অতিরিক্ত তাপ উৎপন্ন হলে থার্মাল রানওয়েতে একটি কাট-অফ সার্কিট যুক্ত রয়েছে।