Honda Electric Scooter: হোন্ডার প্রথম বৈদ্যুতিক স্কুটার নিয়ে বড় খবর, 2023-এ ভারতে লঞ্চ

By :  SUMAN
Update: 2022-08-11 13:51 GMT

ভারতে বৈদ্যুতিক স্কুটারের বাজার ক্রমে পাকাপোক্ত হয়ে উঠছে। যেখানে রাঘববোল সংস্থাগুলির থেকে স্টার্টআপগুলির ডমিনেশন বেশি। যাদের বিক্রি রীতিমতো ঈর্ষান্বিত করে তুলছে মেইনস্ট্রিম কোম্পানিগুলিকে। যা হাত গুটিয়ে চুপচাপ বসে থাকতে দিচ্ছে না তাদের। হোন্ডার (Honda)-র মতো প্রসিদ্ধ সংস্থাও এবার তাই কোমর বেঁধেছে। ২০২৩-এর মধ্যেই ভারতে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের পরিকল্পনা করছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)।

জানা গেছে, ভারতের জন্য বৈদ্যুতিক স্কুটার এবং বাইকের প্ল্যাটফর্ম তৈরিতে হোন্ডার ভারতীয় শাখা তাদের জাপানের সদর দপ্তরের থেকে সহায়তা নেবে। ২০২৩-এর শুরুর দিকেই বাজারে ইলেকট্রিক স্কুটার আনতে পারবে বলে আশাবাদী হোন্ডা। মূলত Ola S1 Pro, Ather 450X, TVS iQube ও Simple One-এর সাথে টক্কর নেবে হোন্ডার স্কুটার। কয়েকজন বিশেষজ্ঞের মতে তাদের প্রথম মডেলটি হবে Honda Activa-র ইলেকট্রিক ভার্সন।

হাতে থাকা সময়ে তারা প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের কাজে লাগাবে বলে খবর। পাশাপাশি হোন্ডা মোটরসাইকেল জাপানের প্রযুক্তিবিদদের সাথেও আলোচনা করবে ভারতীয় শাখাটি। ইলেকট্রিক স্কুটার তৈরির নতুন দল ‘মেড ফর ইন্ডিয়া’ পাওয়ারট্রেন, প্ল্যাটফর্ম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করবে। অন্যদিকে, সংস্থাটি জানিয়েছে তারা নিদেনপক্ষে আগামী পাঁচ বছর Honda Activa-র বিক্রি জারি রাখবে। বর্তমানে এটি ভারতের বেস্ট সেলিং স্কুটার। এর প্রতিপক্ষদের মধ্যে রয়েছে TVS Jupiter ও Hero Maestro Edge।

প্রসঙ্গত, আগামী কয়েক বছরের মধ্যে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে চাহিদা তাৎপর্যপূর্ণ হারে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় গ্রাহকরা ওয়েল-বিল্ট এবং পাওয়ারফুল ইলেকট্রিক স্কুটারের প্রতি অধিক আকৃষ্ট হবেন বলেই ধারণা। যদিও সংস্থার তরফে আসন্ন স্কুটারের সম্পর্কে বিশেষ কিছু জানানো হয়নি।

Tags:    

Similar News