বিস্ফোরক ব্যাটিংয়ের পুরস্কার, RCB-র কাপ অধরা থাকলেও টাটার নতুন গাড়ি জিতলেন ম্যাক্সওয়েল

By :  techgup
Update: 2023-05-30 13:08 GMT

দীর্ঘ ৬০ দিনের মাথায় শেষ হল দেশের সবচেয়ে বড় ক্রিকেটের বিনোদন শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (IPL 2023)। গত ২৮ মে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানস এর মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা ভেস্তে যায়। এমনকি পরের দিন অর্থাৎ ২৯ শে মে সেই ফাইনাল ম্যাচেও বাধ সাধে বৃষ্টি। তবে যাই হোক অবশেষে গুজরাত টাইটানস কে পাঁচ উইকেটে হারিয়ে পঞ্চম বারের জন্য আইপিএল খেতাব নিজেদের ঘরে তুলল চেন্নাই। রয়্যাল চালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে থাকলেও প্লে অফে উঠতে পারেনি বিরাট কোহলিও দল। তবে কাপ অধরা রাখলেও মারকাটারি ব্যাটিং এর পুরস্কার হিসাবে Tata Tiago EV গাড়িটি জিতে নিয়েছেন আরসিবির স্টার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell।

Tiago EV Electric Striker Of the Season পুরস্কার পেলেন গ্লেন ম্যাক্সওয়েল

আইপিএল টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ভারতীয় গাড়ি নির্মাতা টাটা মোটরস। ইলেকট্রিক নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে শুরুতেই জানানো হয়েছিল এই সিজনের সেরা স্ট্রাইক রেটে খেলা ব্যাটারের হাতে তুলে দেওয়া হবে টিয়াগো ইভি হ্যাচব্যাক। প্রতিটি ম্যাচেই বাউন্ডারি লাইনের বাইরে নজর কাড়তো বৈদ্যুতিক গাড়িটি।

গতকাল অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের শেষে "ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্য সিজন অ্যাওয়ার্ড" হিসাবে গ্লেন ম্যাক্সওয়েলকে টিয়াগো ইভি দিয়ে সম্মানিত করা হয়। অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই ব্যাটারের চলতি বছরের আইপিএলে ১৪টি ম্যাচে সংগ্রহ ৪০০ রান। সমগ্র সিজন জুড়ে ১৮৩.৪৯ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি, যা এক কথায় অনবদ্য।

প্রসঙ্গত গত বছরেই টিয়াগো ইভি লঞ্চ করে টাটা। এটির এক্স শোরুম মূল্য ৮.৬৯ লাখ টাকা থেকে শুরু করে ১২.০৪ লাখ টাকা পর্যন্ত গিয়েছে। ১০ লাখ টাকার মধ্যে ভারতের প্রথম সুসজ্জিত ব্যাটারি চালিত গাড়ি এটিই। দাম অনুসারে ১৯.২ কিলোওয়াট আওয়ার এবং ২৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক যুক্ত রয়েছে এতে। অতিরিক্ত সক্ষমতার ব্যাটারিটি এক চার্জে ৩১৫ কিমি রাস্তা পাড়ি দিতে সক্ষম। ৭.২ কিলোওয়াট আওয়ার এর সাধারণ চার্জারের পাশাপাশি ডিসি ফাস্ট চার্জারও উপলব্ধ রয়েছে এতে।

প্রয়োজনীয় বিভিন্ন রকম ফিচার আছে গাড়িটিতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ক্রুজ কন্ট্রোল, রেইন সেন্সিং ওয়াইপার, অটো হেডল্যাম্প, টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে সাপোর্ট, হারম্যান এর সাউন্ড সিস্টেম, স্টিয়ারিং এর উপর লাগানো কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, EBD সহ ABS এবং রিয়ার ভিউ ক্যামেরা।

Tags:    

Similar News