Gogoro Crossover: নতুন স্মার্ট স্কুটার লঞ্চ হল ভারতে, নিতে পারবে 2 কুইন্টাল লোড!

By :  SUMAN
Update: 2023-12-13 07:49 GMT

তাইওয়ানের ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা গোগোরো (Gogoro) দেশের ই-স্কুটার মার্কেটে আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু করল। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের জন্য ভারতে ক্রসওভার নামে একটি স্মার্ট ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে তারা। Gogoro Crossover তিনটি ভ্যারিয়েন্ট এসেছে। যার মধ্যে Crossover 50 ও Crossover S সর্বসাধারণের ব্যবহারের জন্য হলেও, GX250 মডেলটি শুধু B2B বা বিজনেস টু বিজনেস সেগমেন্টের। অর্থাৎ হোম ডেলিভারি সহ নানা কাজে লাগানো যাবে।

Gogoro Crossover ইলেকট্রিক স্কুটার ভারতে হাজির

B2B মডেলটি এখন কেনা গেলেও, বাকি ভ্যারিয়েন্ট দুটি ২০২৪-এর মাঝামাঝি থেকে বাজারে উপলব্ধ হবে বলে জানানো হয়েছে। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কারখানায় ইতিমধ্যেই স্কুটারটির উৎপাদনে লাগিয়েছে গোগোরো। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই B2B মডেলটির ডেলিভারি শুরু হবে। তাছাড়া গোগোরো খুব তাড়াতাড়িই ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক খুলবে বলে ঘোষণা করেছে। ফলে রাস্তায় চার্জ ফুরিয়ে গেলে কয়েক মুহূর্তের মধ্যেই ক্রেতারা সেটি সোয়াপিং স্টেশনে বদলে ফুল চার্জড ব্যাটারি লাগিয়ে নিতে পারবেন।

Gogoro Crossover-এর ডিজাইন চিরাচরিত স্কুটারের তুলনায় একটু আলাদা। এলইডি হেডলাইট সামনের দিকে বেরিয়ে আছে। শ্রাউডের উপরে খাঁচাও লাগানো যাবে। চালক সহ যাত্রীর বসার জন্য টুইন সিটের ব্যবস্থা রয়েছে। যদিওবা পিলিয়ন সিটটি খুলে রেখে সেখানে জিনিসপত্র বহনের জন্য ক্যারিয়ার লাগানো যাবে। আবার ফ্ল্যাট ফ্লোর বোর্ডে বেশ কিছু জিনিস রাখার সুবিধা আছে।

হার্ডওয়্যার হিসাবে এতে রয়েছে, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে দু’চাকায় ডিস্ক ব্রেক বর্তমান। ১৪ ইঞ্চি হুইলে ছুটবে এই ইলেকট্রিক স্কুটারটি। GX250 অর্থাৎ B2B মডেল ২.৫ কিলোওয়াট মিড-ড্রাইভ মোটর সহ এসেছে। এটি ঘন্টা প্রতি ৬০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম। যেখানে Crossover 50-তে উপস্থিত একটি ৫ কিলোওয়াট হাব মোটর। আবার ৬.৪ অথবা ৭ কিলোওয়াট মোটর সমেত বেছে নেওয়া যাবে Crossover S।

প্রতিটি ভ্যারিয়েন্টে রয়েছে একজোড়া ১.৬ কিলোওয়াট আওয়ার সোয়াপেবল ব্যাটারি প্যাক। ফলে দুটি মিলিয়ে ব্যাটারির ক্যাপাসিটি হবে ৩.২ কিলোওয়াট আওয়ার। Gogoro GX250 ফুল চার্জে ১১১ কিলোমিটার পথ ছুটবে। তবে অন্য দুটি মডেলের রেঞ্জ এখনও জানায়নি কোম্পানি। ২০২৪-এর মার্চের মধ্যে রাজধানী দিল্লিতে ৩০টি ব্যাটারির সোয়াপিং স্টেশন ইনস্টল করবে বলে ঘোষণা করেছে গোগোরো। পরবর্তীতে গোয়া, মুম্বাই এবং পুণেতেও এমন স্টেশন চালু করা হবে।

Tags:    

Similar News