দেশের 21,000 পেট্রল পাম্পে বসবে ই-গাড়ির ব্যাটারি সোয়াপিং স্টেশন, হবে মুশকিল আসান
বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে প্রয়োজন বলিষ্ঠ চার্জিং পরিকাঠামোর, বর্তমানে যার অভাব প্রকট। তবে চার্জিং স্টেশনের থেকেও এই ক্ষেত্রে সমস্যা সমাধানে বড় ভূমিকা নিতে পারে ব্যাটারি সোয়াপিং স্টেশন বা ব্যাটারি অদলবদল কেন্দ্র। সংশ্লিষ্ট ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে গোগোরো (Gogoro)। রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা HPCL-এর ২১,০০০টি পেট্রল পাম্পে ইভি ব্যাটারি সোয়াপিং স্টেশন বসানোর শর্তে মৌ সাক্ষর করেছে তাইওয়ানের সংস্থাটি। সংস্থাদ্বয় জানিয়েছে, এতে বিশেষভাবে ভারতের ইলেকট্রিক টু হুইলারের চার্জিং পরিকাঠামো বিস্তার লাভ করবে।
HPCL-এর 21,000 পেট্রল পাম্পে ইভি ব্যাটারি সোয়াপিং স্টেশন তৈরি করবে Gogoro
গোগোরো-এর প্রতিষ্ঠাতা এবং সিইও হোরেস লুক বলেন, “ইলেকট্রিক যানবাহন ব্যবহারে নবজাগরণের সূচনা পর্বে রয়েছে ভারত। এক্ষেত্রে ব্যাটারি সোয়াপিং হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভারতের চেয়ে স্মার্ট বৈদ্যুতিক পরিবহণের প্রয়োজন পৃথিবীর কোথাও নেই।”
উল্লেখ্য, ব্যাটারি সোয়াপিং স্টেশন থেকে চার্জ ফুরিয়ে যাওয়া ব্যাটারি বদলে চার্জে পরিপূর্ণ ব্যাটারি বৈদ্যুতিক স্কুটার বা বাইকে ভরে নেওয়া যায়। এতে চার্জ দেওয়ার সময় বাঁচাতে পারেন ব্যবহারকারীরা। এই পরিষেবা পেতে কয়েক সেকেন্ড সময় লাগে। তাই সময় বাঁচাতে পারার জন্য ক্রেতাদের কাছে সোয়াপিং স্টেশন ব্যবহার বেশি সুবিধাজনক।
গোগোরোর সঙ্গে মৌ সাক্ষর প্রসঙ্গে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অমিত গর্গ বলেন, “এইচপিসিএল ও গোগোরো সম্মিলিতভাবে ভারতের টু হুইলারের ব্যাটারি সোয়াপিং পরিকাঠামো সম্প্রসারিত করবে। এতে দেশের পরিবহণ ব্যবস্থা হয়ে উঠবে পরিবেশবান্ধব।”