Android Phone Auto Support: এই অ্যান্ড্রয়েড ফোনগুলিতে আর পাওয়া যাবে না এই বিশেষ সুবিধা, গুগলের বড় পদক্ষেপ

Android Phone Auto Support - পুরোনো অ্যান্ড্রয়েড ৮ অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসগুলির ব্যবহারকারীদের বার্তা দেওয়া হয়েছে যে, তাদের ফোনটি আর অ্যান্ড্রয়েড ৮ সাপোর্ট করে না।

Update: 2024-11-04 04:34 GMT

Android Phone Auto Support

স্যামসাং (Samsung) ফোনগুলির টেকসই হওয়ার জন্য বেশ সুনাম আছে। তাই এখনও অনেককেই পুরোনো গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহার করতে দেখা যায়। এখন তাদের জন্য একটি নতুন খবর সামনে এসেছে। তবে খবরটি কিছুটা নিরাশাজনক। গুগল (Google) অ্যান্ড্রয়েড ৮ অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোনগুলির জন্য অ্যান্ড্রয়েড অটো (Android Auto) সাপোর্ট বন্ধ করেছে। অনেক অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারী যারা পুরানো ফোন ব্যবহার করছেন তারা প্ল্যাটফর্মের সাথে কম্প্যাটিবিলিটির সমস্যার সম্মুখীন হতে শুরু করেছেন। গুগল অ্যান্ড্রয়েড অটোর জন্য তাদের প্রয়োজনীয়তা পরিবর্তন করেছে এবং এখন অ্যান্ড্রয়েড ৯ বা তার পরের ভার্সনেই শুধুমাত্র এটি সাপোর্ট করবে।

অ্যান্ড্রয়েড ৮ ভার্সনে চালিত ফোনে আর পাওয়া যাবে না অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট

পুরোনো অ্যান্ড্রয়েড ৮ অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসগুলির ব্যবহারকারীদের বার্তা দেওয়া হয়েছে যে, তাদের ফোনটি আর অ্যান্ড্রয়েড ৮ সাপোর্ট করে না। স্যামসাং ইউজারদের ক্ষেত্রে, যদি কারোর কাছে অ্যান্ড্রয়েড ৮ ওরফে ওরিও (Oreo)-তে চলা একটি স্যামসাং গ্যালাক্সি এস৭ বা পুরানো মডেল থাকে, তাহলে তাকে অ্যান্ড্রয়েড অটোকে বিদায় জানাতে হবে। তাই উপায় থাকলে একটি নতুন ফোনে আপগ্রেড করাই শ্রেয়। জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এস৭ অ্যান্ড্রয়েড ৬ ওএস-এর সাথে লঞ্চ হয় এবং অ্যান্ড্রয়েড ৮ পর্যন্ত আপডেট পেয়েছিল।

বর্তমানে, আধুনিক গ্যালাক্সি এস সিরিজের ফ্ল্যাগশিপগুলি (এবং আরও কিছু মডেল) সাত বছরের জন্য সাতটি ওএস আপগ্রেড এবং আরও অনেক সুবিধা অফার করে, যার মধ্যে রয়েছে আরও ভাল স্ক্রিন, উন্নত কর্মক্ষমতা এবং উচ্চতর ব্যাটারি লাইফ, উন্নত বিল্ড কোয়ালিটি এবং সমস্ত সাম্প্রতিক সফ্টওয়্যার পরিমার্জন ও টুল, যা দুর্দান্ত ইউআই এক্সপেরিয়েন্স অফার করে।

কেউ যদি স্যামসাং গ্যালাক্সি এস৭ বা পুরানো ফোন ব্যবহার করেন এবং বাজেটের মধ্যে একটি আপগ্রেড খুঁজছেন, তাহলে তিনি স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই-এর মতো মডেলগুলি দিয়ে শুরু করতে পারেন, যেটি মিড-রেঞ্জের ফোনও নয়, আবার উচ্চ মূল্যের কোনও হাই-এন্ড ডিভাইসও নয়। কিন্তু এটি আট বছর আগে তৈরি স্যামসাং ফোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তবে ফ্যান এডিশন (FE) পছন্দ না থাকলে, সস্তার মধ্যে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ এবং দামি বিকল্পের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস২৪, এস২৪ প্লাস বা এস২৪ আল্ট্রা আরও ভাল স্পেসিফিকেশন অফার করে। এছাড়া, অ্যান্ড্রয়েড অটোর লেটেস্ট আপগ্রেডগুলি পরখ করে দেখার জন্য সাম্প্রতিক ফোল্ডেবল ফোনগুলিও ভালো বিকল্প হতে পারে।

Tags:    

Similar News