Harley Davidson Nightster: ক্ষমতা দেখে থরথর করে কাঁপছে প্রতিপক্ষরা, ভারতে দুর্ধর্ষ ক্রুজার লঞ্চ করল হার্লে ডেভিডসন

By :  SUMAN
Update: 2022-08-11 08:01 GMT

ক্রুজার বাইক নির্মাতা হিসেবে জগৎজোড়া প্রখ্যাত মার্কিন বহুজাতিক সংস্থা হার্লে ডেভিডসন (Harley-Davidson) ভারতে লঞ্চ করল তাদের অন্যতম বাইক Nightster। বিদেশের একাধিক বাজারে ইতিমধ্যেই সাড়া ফেলেছে এটি। ভারতে ক্রুজার মোটরসাইকেলটির দাম ১৪.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এর টপ এন্ড মডেলটির মূল্য ১৫.১৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। কমপ্লিটলি-বিল্ট-ইউনিট অর্থাৎ সম্পুর্ণ তৈরি করে আমদানিকৃত Nightster এদেশে বিক্রি করা হবে।

দেশের সমস্ত হার্লে ডেভিডসনের শোরুম থেকে Nightster-এর বুকিং করা যাচ্ছে। বাইকটি তিনটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে – ভিভিড ব্ল্যাক, রেডলাইন রেড ও গানশিপ গ্রে। ভিভিড ব্ল্যাক মডেলটি কিনতে খরচ পড়বে ১৪.৯৯ লাখ টাকা। অন্য দিকে, রেডলাইন রেড ও গানশিপ গ্রে ভ্যারিয়েন্ট দু'টির দাম যথাক্রমে ১৫.১৩ লাখ টাকা।

Harley Davidson Nightster-এ রয়েছে একটি ৯৭৫ সিসি লিকুইড কুল্ড, ৬০ ডিগ্রি V-Twin ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৯০ এইচপি ক্ষমতা ও ৯৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬ স্পিড গিয়ারবক্স। ফিটারের তালিকায় উপস্থিত কাঠবাদাম আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, অল এলইডি লাইটিং এবং টিউবুলার স্টিল চ্যাসিস। বাইকটির ডিজাইনের সাথে Sportster S অনেকাংশেই মিল রয়েছে। Nightster-এর দৈহিক ওজন ২১৮ কেজি। সেদিক থেকে পূর্বসূরী Sportster বাইকগুলোর তুলনায় অনেকটাই হালকা বলা যায়।

বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১১০ মিমি এবং মাটি থেকে সিটের উচ্চতা ৭০৫ মিমি। ফুয়েল ট্যাঙ্কের সক্ষমতা ১১.৭ লিটার। সাসপেনশনের জন্য সামনে রয়েছে ৪১ মিমি Show টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে টুইন শক অ্যাবসর্বার। ব্রেকিংয়ের জন্য রয়েছে একটি ৩২০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং একটি ফোর পিস্টন ক্যালিপার। এছাড়া তিনটি রাইডিং মোড, এবিএস, ইঞ্জিন ব্রেকিং কন্ট্রোল এবং ট্রাকশন কন্ট্রোল সিস্টেম সহ হাজির হয়েছে 2022 Harley Davidson Nightster।

Tags:    

Similar News