ভারতে বৈদ্যুতিক স্কুটারের নতুন ফ্যাক্টরি খুলছে Hero Electric, বাজারে শীর্ষস্থান পুনরুদ্ধারের ব্লু প্রিন্ট রেডি
ভারতে ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় পুরনো খেলোয়াড়দের মধ্যে অন্যতম হিরো ইলেকট্রিক (Hero Electric)। অতীতে সুদীর্ঘ সময় ধরে শীর্ষস্থানীয় সংস্থা হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করে গিয়েছে তারা। কিন্তু গত কয়েক মাস যাবৎ সংস্থাটি নিজেদের সেই গৌরব ধরে রাখতে ব্যর্থ হয়েছে। শীর্ষস্থান খুইয়েছে Ola, Okinawa-দের কাছে। যার জন্য বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপের অপ্রতুলতা, ফলস্বরূপ জোগান-শৃঙ্খলে বিপর্যয়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা। তবে এই সমস্ত সাময়িক কঠিন পরিস্থিতি যে তাদের দমিয়ে রাখতে পারবে না, তা এবার দেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এককালের দোর্দণ্ড প্রতাপ হিরো ইলেকট্রিক। পাঞ্জাবের লুধিয়ানাতে ইলেকট্রিক স্কুটারের দ্বিতীয় কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করল তারা। যার নির্মাণকার্য শীঘ্রই শেষ করবে হিরো।
সূত্রের খবর, গত ১৪ বছর ধরে বুক চিতিয়ে ব্যবসা করে চলা হিরোর নতুন কারখানাটি ১০ একর জমির উপর গড়ে উঠবে। এখানে বছরে ২,০০,০০০ বৈদ্যুতিক টু-হুইলার উৎপাদন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অতি সাধের প্রকল্প ‘মেক-ইন-ইন্ডিয়া’-কে অনুসরণ করে ভারত এবং আন্তর্জাতিক বাজারে সংস্থাটি দেশীয় প্রযুক্তির প্রচার চালাবে। হিরোর দ্বিতীয় পরিবেশবান্ধব কারখানায় দু'চাকার বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির ডিজাইন এবং উৎপাদন করা হবে। শুধু তাই নয়, IOTA, কানেকটেড ভেহিকেলস, সহ ই-স্কুটারে ব্যবহৃত অত্যাধুনিক ফিচারের গবেষণা চলবে এখানে। এমনকি কর্মীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও নতুন প্রতিভা অধিগ্রহণ করার জন্য আলাদা বিভাগ থাকবে।
এদিকে বৈদ্যুতিক যানবাহনের বর্ধনশীল চাহিদা প্রত্যক্ষ করে সম্প্রতি উত্তরপ্রদেশ এবং কেরলে নিজেদের নতুন ডিলারশিপ খুলেছে হিরো। সেমিকন্ডাক্টর চিপের জোগান বাড়াতে বিকল্প সরবরাহকারীর সন্ধান করছে তারা। কারণ চিপের অভাবের জন্য এপ্রিলে সংস্থাটি ডিলারদের একটিও স্কুটার ডেলিভারি দিতে পারেনি। হিরোর দাবি বর্তমানে উৎপাদনের ক্ষমতা বাড়ানোর জন্য মরিয়া হয়ে কাজ করছে তারা। নতুন কারখানার পাশাপাশি সংস্থাটি দেশের অন্যতম গাড়ি সংস্থা মাহিন্দ্রার সাথে হাত মিলিয়েছে বলে তারা। চুক্তি অনুযায়ী উভয় সংস্থা নিজেদের মধ্যে জ্ঞানের আদান-প্রদান করবে, এবং দেশে ও বিদেশের বাজারে নতুন প্রযুক্তির পণ্য তৈরিতে একে অপরকে সহায়তা করবে। মাহিন্দ্রা-হিরোর এই জোটের সময়সীমা পাঁচ বছর।
সম্প্রতি মাহিন্দ্রার পিথামপুরের কারখানা থেকে হিরোর প্রথম ব্যাচের বৈদ্যুতিক স্কুটার তৈরি হয়ে বেরিয়েছে। সেখানে Hero NYX ও Optima মডেল দুটির উৎপাদন চলছে। মাহিন্দ্রা ও হিরো ইলেকট্রিক স্কুটারের জোগান বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে। ই-স্কুটার মোতায়েন করতে Even Cargo, Shadowfax ও EVIFY-এর মতো সংস্থার সাথেও জোট বেঁধেছে হিরো।