Hero Electric বৈদ্যুতিক গাড়ির 50000 চার্জিং স্টেশন গড়ে তুলবে, গ্রাহকরা নিখরচায় বাড়িতে BOLT-এর চার্জার বসাতে পারবে
ভারতে সরকারি-বেসরকারি একাধিক সংস্থা বৈদ্যুতিক চার্জিং স্টেশন তৈরীর কাজে জোরকদমে হাত লাগিয়েছে। এবার সেই কাজে ব্রতী হতে চলেছে হিরো ইলেকট্রিক (Hero Electric)। সংস্থাটি সমগ্র ভারতে ৫০,০০০ ইলেকট্রিক ভেহিকেল (ইভি) চার্জিং স্টেশন তৈরীর জন্য বোল্ট (BOLT)-এর সঙ্গে হাত মেলানোর কথা ঘোষণা করেছে। আবার হিরো ইলেকট্রিকের ৭৫০-এর বেশি শোরুমে চার্জার বসাবে বোল্ট। এর ফলে হিরোর প্রায় ৪.৫ লক্ষ গ্রাহক উপকৃত হবেন বলে তাদের দাবি। জানা গেছে হিরো ইলেকট্রিকের ২,০০০ গ্রাহক বিনে পয়সায় তাদের বাড়িতে বোল্ট চার্জার বসাতে পারবেন।
টু-হুইলারের ব্যাটারি রেঞ্জ কম হওয়ার ফলে গ্রাহকদের রাস্তায় যে দুশ্চিন্তা গ্রাস করে, তা থেকে নিষ্কৃতি দিতে এই ইভি চার্জিং স্টেশন তৈরি করা হবে বলে একটি বিবৃতিতে জানিয়েছে হিরো ইলেকট্রিক। এ প্রসঙ্গে সংস্থার সিইও সোহিন্দর গিল বলেন, “আমাদের উদ্দেশ্য দেশে কার্বন মুক্ত পরিবেশ গড়ে তোলা এবং বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের গতি ত্বরান্বিত করতে একটি বলিষ্ঠ চার্জিংয়ের ইকোসিস্টেম তৈরি করা। যা গ্রাহকদের দূরবর্তী সফরের অভিজ্ঞতা দেবে।”
সহজে উপলব্ধ ছাড়াও চার্জিং আরো সুবিধাজনক করে তুলতে হিরো ইলেকট্রিকের মোবাইল অ্যাপে বোল্টের সুযোগ-সুবিধা সংযুক্ত করা হবে। এর ফলে গ্রাহকরা খুব সহজেই নিকটবর্তী সংস্থার চার্জিং স্টেশন খুঁজে পাওয়ার পাশাপাশি চার্জিং স্লট বুকিং এবং পেমেন্ট করতে পারবেন। সংস্থাটি জানিয়েছে গ্রাহকরা ব্যক্তিগতভাবে চার্জিংয়ের জন্য প্রাইভেট অথবা পাবলিক মোড বেছে নিতে পারবেন যার ওপর ভিত্তি করবে চার্জিংয়ের মাসুল কত হবে।
প্রসঙ্গত, ভারতে বৈদ্যুতিক টু-হুইলার সংস্থাগুলির মধ্যে হিরো ইলেকট্রিক যথেষ্ট নামজাদা। এখনো পর্যন্ত সংস্থাটি মোট ৪.৫ লক্ষের কাছাকাছি ই-স্কুটার বিক্রি করেছে। সংস্থার লুধিয়ানার কারখানায় দু'চাকার গাড়ির বার্ষিক উৎপাদনের সক্ষমতা বাড়ানো হচ্ছে। তবে যত দিন যাচ্ছে, বাজারে টিকে থাকার লড়াই ততোই কঠিন হচ্ছে। কারণ এক্ষেত্রে Ola Electric, Ather Energy-র মত স্টার্টআপ সংস্থাগুলি বিনা যুদ্ধে এক চুল জমি ছাড়তে নারাজ।