Hero Electric এবং মুকেশ আম্বানির Jio-bp জোট বাঁধল, ইলেকট্রিক স্কুটার চার্জ দেওয়া সুবিধাজনক হল গ্রাহকদের

By :  techgup
Update: 2022-08-26 07:01 GMT

বৈদ্যুতিক স্কুটার কিংবা বাইক কিনতে গেলে গ্রাহকরা সবচেয়ে বেশি চিন্তিত থাকেন তার চার্জিং এর ব্যবস্থা নিয়ে। চিরাচরিত ব্যবস্থায় রাস্তার সর্বত্র থাকে পেট্রোল পাম্প। কিন্তু ইভির জগতে সেই চিত্র সম্পূর্ণই আলাদা। তবে এর পরিবর্তন আসতে চলেছে। আসলে বহু কাল থেকে চলে আসে এক ব্যবস্থাকে সম্পূর্ণ পাল্টে ফেলতে কিছুটা তো সময় লাগবেই। এমনই এক যুগান্তকারী পদক্ষেপ নিল হিরো ইলেকট্রিক। বৈদ্যুতিক গাড়ির চার্জিং ও ব্যাটারি সোয়াপিং পরিষেবা প্রদানকারী মুকেশ আম্বানির জিও ও ব্রিটিশ পেট্রলিয়াম সংস্থা বিপির জয়েন্ট ভেঞ্চার বা যৌথ সংস্থা Jio-bp এর সঙ্গে হাত মিলিয়েছে হিরো ইলেকট্রিক। এই জোটের লক্ষ্য, গ্রাহকদের কাছে বৈদ্যুতিক স্কুটার চার্জ দেওয়া আরও সুবিধাজনক করে তোলা।

এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে Jio-bp বিশ্বের সবচেয়ে উন্নত বৈদ্যুতিকরণ ব্যবস্থা এদেশের বাজারে চালু করতে আগ্রহী। এর ফলে হিরো ইলেকট্রিকের গ্রাহকগণ Jio-bp Pulse App এর মাধ্যমে নিকটবর্তী চার্জিং স্টেশন খুঁজে তাদের ইলেকট্রিক স্কুটার চার্জ দেওয়ার অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে বড় সুবিধা পাবেন। এর পাশাপাশি দেশের সবচেয়ে বড় ইভি নেটওয়ার্ক, Jio-bp আগামীতে এমন এক ইলেকট্রিক মোবিলিটি ইকোসিস্টেম চালু করবে যার সুফল ভোগ করবে ইভি ভ্যালু চেনের অন্তর্গত সমস্ত স্টেক হোল্ডাররা।

প্রসঙ্গত হিরো ইলেকট্রিক তাদের লুধিয়ানায় অবস্থিত কারখানা থেকেই সমগ্র দেশে তাদের স্কুটার সরবরাহের কাজ করে। গ্রাহকদের কিস্তিতে বৈদ্যুতিক স্কুটার দেওয়ার লক্ষ্যে সম্প্রতি AU Small Finance Bank এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে এই নির্মাতা। আদতে দেশজুড়ে ইলেকট্রিক ভেহিকেলের রমরমাকে আরো খানিকটা ত্বরান্বিত করতে ও গ্রাহকদের অতিরিক্ত স্বাচ্ছন্দ দিতেই হিরো ইলেকট্রিকের এই প্রয়াস।

বর্তমানে সমগ্র দেশ জুড়ে সংস্থার প্রায় ৭৫০ এর অধিক সেল এবং সার্ভিস স্টেশন রয়েছে। এমনকি হিরো ইলেকট্রিকের ব্যবসার প্রসার বৃদ্ধির লক্ষ্যে ই-স্কুটারের হাইব্রিড চ্যানেল মাধ্যমে লঞ্চ করেছে তারা। এর ফলে আগ্রহীরা হিরোর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের পছন্দের স্কুটারটি বুক করে নিকটবর্তী শোরুম থেকে ডেলিভারি পাবেন। এদিকে উত্তরপ্রদেশের বরেলীতে নতুন ডিলারশিপ উদ্বোধন করেছে হিরো ইলেকট্রিক। নতুন শোরুমটি খোলার মাধ্যমে এদেশে তাদের টাচপয়েন্টের সংখ্যা হাজারের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে।

Tags:    

Similar News