Hero Electric এর স্কুটারে যুক্ত হতে চলেছে নতুন ফিচার্স ও অত্যাধুনিক প্রযুক্তি, জেনে নিন বিস্তারিত
একচেটিয়া ভাবে দেশের বৃহত্তম ইলেকট্রিক স্কুটারের নির্মাতার শিরোপা মাথায় ছিল হিরো ইলেকট্রিক (Hero Electric)-এর। কিন্তু বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপের আকাল-সহ নানা কারণে প্রথমে Ola ও তারপর Okinawa-র কাছে শীর্ষস্থান হাতছাড়া হয় তাদের। তবে গত মাসে বিক্রির নিরিখে ফের দেশের বৃহত্তম ইলেকট্রিক টু হুইলারের হিসেবে আত্মপ্রকাশ করেছে সংস্থাটি। কিন্তু ইদানিং বিভিন্ন স্টার্টআপের হাইটেক ইলেকট্রিক স্কুটারের সাথে প্রতিযোগিতায় হিরো ইলেকট্রিকের মডেলগুলি অনেকাংশেই পিছিয়ে রয়েছে। তাই ফিচার্স এবং টেকনোলজির নিরিখে হিরো বাজারের অন্য ই-স্কুটারগুলির সাথে পাল্লা দিতে নতুন গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র (R&D Centre) প্রতিষ্ঠার কথা ঘোষণা করল। সংস্থাটি জানিয়েছে, এটি তাদের স্কুটারের মান উন্নয়ন, সুরক্ষা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহায়তা করবে।
এই প্রসঙ্গে হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দর গিল বলেন, “আমাদের দল হল হিরোর শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা আমাদের কাজের পরিবেশ কে উত্তেজনাপূর্ণ করে তোলার জন্য ক্রমাগত চেষ্টা করে চলেছি। নতুন ধারণা উদ্ভাবনের জন্য কর্মীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিই। নতুন গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রটি হবে আমাদের ভবিষ্যৎ পণ্য বিকাশের কেন্দ্রবিন্দু। যা ইলেকট্রিক টু-হুইলারে সর্বশেষ এবং সর্বোত্তম প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করবে।”
সংস্থাটি আরও বলেছে, দক্ষতা বৃদ্ধির জন্য তারা নতুন প্রতিভার খোঁজ এবং সংস্থায় নিয়োগ জারি রাখবে। ‘হিরো কেয়ার’ প্রোগ্রামটি দক্ষতা বৃদ্ধির একটি নবতম উদ্যোগ। এদিকে হিরো ইলেকট্রিকের হিউম্যান রিসোর্স মনু শর্মা মন্তব্য করেন, “কর্মীরা আমাদের কাছে সবচেয়ে আগে। তারাই আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং পরিবেশবান্ধব ক্ষেত্রে পথের দিশারী। আমরা এমন একটি সংস্কৃতি চালু করেছি যা তাদের লালন-পালন করে এবং একই সাথে তাদের উন্নতির দিকে ঠেলে দেয়।”
প্রসঙ্গত, গত সপ্তাহে হিরো ইলেকট্রিক কর্নাটকের বিজয়াপুরে তাদের নতুন শোরুমের উদ্বোধন করেছে। দক্ষিণ ভারতের গ্রাহকরা যাতে আরো সহজে ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে আসতে পারেন, সে কথা বিচার করেই নতুন ডিলারশিপটি খোলা হয়েছে। আবার কিছুদিন আগে সংস্থাটি AU Small Finance Bank এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। যার উদ্দেশ্য গ্রাহকদের স্কুটার কিনতে সহজ লোন দেওয়া। গ্রাহকদের চার্জিংয়ের দুশ্চিন্তা দূর করতে Jio-BP এর সাথে হাত মিলিয়েছে হিরো ইলেকট্রিক। আবার গত মাসে পাঞ্জাবের লুধিয়ানাতে তাদের ইলেকট্রিক স্কুটারের দ্বিতীয় কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে তারা।