29 আগস্ট লঞ্চের আগে Hero Karizma XMR এর ইঞ্জিনের ছবি প্রকাশ, পাওয়ার কেমন হবে
আগামী ২৯শে আগস্ট নতুন চেহারায় আত্মপ্রকাশ করতে চলেছে Hero-র আইকনিক বাইক Karizma। নয়া অবতারে Karizma XMR 210 নামে বাজারে আসবে এটি। ইতিমধ্যেই সংস্থার তরফে স্পোর্টস বাইকটির ফিচার ও ডিজাইনের আভাস দেওয়া হয়েছে। এমনকি এক দশক আগের মতো অভিনেতা হৃত্বিক রোশনকে কারিশমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার Hero Karizma XMR 210 এর ইঞ্জিনের একঝলক দেখানো গেল টিজার ভিডিয়োতে।
Hero Karizma XMR 210- এর ইঞ্জিনের ছবি প্রকাশ
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হিরো তাদের ইতিহাসে প্রথমবার কারিশমায় লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করতে চলেছে। সিঙ্গল সিলিন্ডার যুক্ত এই ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হবে ২১০ সিসি। ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক পর্দার আড়ালেই রেখেছে হিরো। তবে যদিও মনে করা হচ্ছে কারিশমা প্রায় ২৫ বিএইচপি ক্ষমতা এবং ৩০ এনএম টর্ক উৎপাদন করতে পারবে। সঙ্গে সিক্স স্পিড গিয়ার বাক্স থাকার সম্ভাবনা প্রবল।
Hero Karizma XMR 210: ডিজাইন
ঠিক আগের টিজারে Karizma XMR এর ডিজাইনের একঝলক দেখিয়েছে। যা থেকে স্পষ্ট যে বাইকটি স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ ডিজাইন নিয়ে অবতীর্ণ হতে চলেছে। সামনের দিকে আক্রমণাত্মক স্টাইলের ফুয়েল ট্যাংকের দু'পাশে থাকবে বর্ধিত ফেয়ারিং। চালকের বসার সিট খানিকটা বাইরের দিকে বেরিয়ে থাকলেও এক্ষেত্রে স্প্লিট সিট সেটআপ দেখতে পাবো আমরা। পিছনের অংশ যথেষ্ট শার্প এবং ছিমছাম স্টাইলের এলইডি টেলল্যাম্প ব্যবহার করা হয়েছে।
বাইকটির স্পোর্টি লুকস আরো বাড়াতে ক্লিপ অন হ্যান্ডেলবার যুক্ত করেছে হিরো। তবে দীর্ঘক্ষণ বাইক চালানোর সময় যাতে হাতের উপর অতিরিক্ত চাপ অনুভূত না হয় সেই কারণে হ্যান্ডেলবার খানিকটা উঁচু অবস্থায় রাখা হয়েছে। যদিও ফুট পেগের অবস্থান কিছুটা পিছনের দিকেই। সব মিলিয়ে বাইকে বসার ভঙ্গি কিছুটা স্পোর্টি টাইপের হলেও তেমন অ্যাগ্রেসিভ নয়, একথা হলফ করে বলা যায়।
Hero Karizma XMR 210: হেডলাইট
Karizma XMR এর সামনের দিকে যে নতুন ডিজাইনের হেডল্যাম্প ইউনিট লাগানো রয়েছে তার মাঝে ইংরেজি X অক্ষরের মতো এলইডি ডিআরএল উপস্থিত। উপরন্তু নতুন কারিশমায় অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর দেখতে পাওয়া গেলেও তাতে অবাক হওয়ার কিছু নেই। এই সেন্সর থাকার ফলে স্বয়ংক্রিয়ভাবেই বাইকের হেডলাইটের লো বিম চালু হয়ে যাবে। এরপর রাইডার তার সুবিধামতো হাই বিমে সুইচ করতে পারবে। এই ফিচারটি হিরো এবং হার্লে ডেভিডসনের যৌথ ভাবে তৈরি X440 বাইকে দেখা যায়।