নতুন Karizma XMR-এর ডিজাইনে বড় চমক, লঞ্চের আগেই ছবি প্রকাশ করে উত্তেজনা বাড়াল Hero

By :  SUMAN
Update: 2023-08-26 09:39 GMT

Hero Karizma XMR আগামী ২৯ আগস্ট ভারতের বাজারে লঞ্চ হবে। তার আগে এই আইকনিক মোটরসাইকেলটির একের পর এক টিজার প্রকাশ করে চলেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। গতকালই একটি টিজারে মডেলটির দামের ধারণা দেওয়া হয়েছে। আজ ফের অফিসিয়ালি Karizma XMR-এর সামনের অংশের দর্শন করালো সংস্থা। আগের মতো বাইকটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হৃত্বিক রোশনকে নিযুক্ত করা হয়েছে।

Hero Karizma XMR-এর সামনের ডিজাইন প্রকাশ্যে এলো

Hero Karizma XMR-এ থাকছে নতুন ডিজাইনের হেডল্যাম্প ও এলইডি ডিআরএল। আগ্রাসী ডিজাইনের এই হেডল্যাম্পে দুটি প্রোজেক্টর ইউনিট আছে। যার মধ্যে একটি লো বিম এবং অপরটি হাই বিম হিসেবে ব্যবহার হবে। এতে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর থাকতে পারে, যা ঘন আঁধারে লো বিমে চলার সময় নিজে থেকেই সক্রিয় হবে। হাই বিমে পরিবর্তিত হতে গেলে রাইডারকে সুইচ গিয়ার ব্যবহার করতে হবে।

https://twitter.com/HeroMotoCorp/status/1694927523371426246?t=OzRWI4SskdtkqlpfoRU2fw&s=19

এদিকে Karizma XMR-এর আগের টিজারে একটি স্পিনার দেখানো হয়েছিল। যেখানে ২০৫০০০, ২১০০০০, ২১৫০০০, ২২০০০০ ও ২২৫০০০ নম্বরগুলি থামতে দেখা গেছে। যা দেখে অনুমান করা হচ্ছে আসন্ন Hero Karizma XMR-এর দাম ২.০৫ লাখ টাকা থেকে শুরু হবে। আবার এর টপ মডেলটির দর পড়তে পারে ২.২৫ লাখ। আবার এ থেকে বাইকটি পাঁচটি ভ্যারিয়েন্টে হাজির হওয়ার ইঙ্গিত মেলে।

আবার পূর্বে এও জানানো হয়েছিল, বাইকটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১৪৩ কিলোমিটার হতে পারে। প্রতি লিটারে এটি ৩২.৮ কিলোমিটার পথ ছুটতে পারবে বলে নিশ্চিত করেছিল হিরো মোটোকর্প। চাকায় গতি আনতে থাকছে একটি ২১০ সিসি, লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২৫ এইচপি শক্তি উৎপন্ন হতে পারে। ফিচার হিসেবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্লাস্টার ও ডুয়েল চ্যানেল এবিএস থাকছে। সামনে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও পেছনে মোনোশক সাসপেনশনের সাথে উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হবে।

প্রথম প্রজন্মের মতো নতুন Hero Karizma XMR ফেয়ারিং নিয়ে হাজির হবে। রিয়ার ভিউ মিরর ফেয়ারিংয়ের সাথেই সংযুক্ত। ক্লিক অন হ্যান্ডেলবারের উচ্চতা সামান্য উঁচু হতে পারে, যাতে রাইডিং পোস্চারে এতোটাও আগ্রাসী ভাব না দেখায়, যাতে করে ব্যবহারকারীর কব্জিতে ব্যথা হয়।

Tags:    

Similar News