পুরো টাকাই ফেরত! Hero Lectro স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইলেকট্রিক সাইকেলে বাম্পার অফারের ঘোষণা করল
সোমবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হতে চলেছে ৭৫ তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে বিভিন্ন সংস্থা তাদের গ্রাহকদের জন্য বিশেষ বিশেষ অফার নিয়ে হাজির হচ্ছে। যেমন Tork Motors তাদের Kratos ইলেকট্রিক মোটরসাইকেলের বুকিং মাত্র ৭৫ টাকায় নেওয়ার কথা জানিয়েছে। এবারে হিরো সাইকেলের ই-বাইক তৈরির শাখা সংস্থা হিরো লেকট্রো (Hero Lectro) ১০০% ক্যাশব্যাক অফারের ঘোষণা করল। তাদের এই অফার ১২-৩১ আগস্ট পর্যন্ত বৈধ। ক্যাশব্যাক অফারটির সুবিধা নিতে গেলে ওয়েবসাইট “FREEDOM75” কোড ব্যবহার করতে হবে। তিন ভাগ্যবান ক্রেতা পুরো টাকা ক্যাশব্যাক হিসাবে ফেরত পাবেন।
আবার ১০০% ক্যাশব্যাক অফারের পাশাপাশি সংস্থার ই-বাইক কিনতে আসা ভোক্তারা ক্যাশ ভাউচার জিতে নিতে পারেন। বেছে নেওয়া ১০ জন ক্রেতাকে ৭৫০ টাকার অ্যামাজন ভাউচার দেওয়া হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিজয়ীদের নাম সামাজিক গণমাধ্যমে প্রকাশ হবে। শুধুমাত্র সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইলেকট্রিক সাইকেল কিনলেই অফারের সুবিধা গ্রহণ করা যাবে। জানানো হয়েছে, ওয়েবসাইট থেকে কিনলেওন ডোরস্টেপ ডেলিভারি এবং ই-সাইকেল অ্যাসেম্বেল করাতে টেকনিশিয়ানের সহায়তা উপলব্ধ হবে। এছাড়াও দেশজুড়ে হিরো লেকট্রোর এক্সপেরিয়েন্স সেন্টার থেকে ‘বাইক ডক্টর’-এর পরিষেবা মিলবে।
উল্লেখ্য, হিরো লেকট্রো বর্তমানে বিভিন্ন রেঞ্জের ইলেকট্রিক সাইকেল বিক্রি করে। দাম ২৮,৯৯৯ টাকা থেকে শুরু। ভারতের মতো চরমভাবাপন্ন প্রধান দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে ই-সাইকেলগুলি তৈরি করা হয়েছে। যেগুলি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের উপযোগী। প্রসঙ্গত, সমগ্র দেশেই ইলেকট্রিক সাইকেল জনপ্রিয়তার জোয়ার দেখছে। পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে ব্যাটারি চালিত এই দ্বিচক্রযানকে সম্প্রতি দিল্লি সরকার তাদের বৈদ্যুতিক গাড়ি নীতির আওতাধীন করেছে।
সাধারণ প্যাসেঞ্জার এবং কার্গো উভয় ধরনের বৈদ্যুতিক সাইকেলকেই ভর্তুকির যোগ্য। প্রথম ১০,০০০ জন পাবেন আর্থিক সুবিধা। সাইকেলের দামের ২৫ শতাংশ অথবা সর্বোচ্চ ৫,৫০০ টাকা (যেটি কম হবে) পর্যন্ত মিলবে ভর্তুকি। আবার প্রথম ১,০০০ জন দেওয়া পাবেন অতিরিক্ত ২,০০০ টাকা ইনসেন্টিভ। ইলেকট্রিক কার্গো সাইকেলে এই ছাড়ের পরিমাণ দামের ৩৩% বা ১৫,০০০ টাকা (যেটি কম হবে)। ই-সাইকেল কিনলে জন্য রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে না। তবে সাবসিডির জন্য প্রতিটি ই-সাইকেলের জ। যা ব্যবহার করে সাবসিডির সুবিধা পাওয়া যাবে। ভর্তুকির অর্থ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।