Hero Mavrick: কথা রাখল হিরো, অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু নতুন বাইকের ডেলিভারি

By :  SUMAN
Update: 2024-04-18 14:56 GMT

এ বছর ফেব্রুয়ারি'তে ভারতের বাজারে আড়ম্বরের সাথে লঞ্চ হয়েছিল Hero Mavrick 440। কথামতো 15 এপ্রিল থেকে তাদের সর্বাধিক দামি এই বাইকের ডেলিভারি শুরু করল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। প্রথম সেটের বাইকগুলির চাবি সংস্থার খোদ চেয়ারম্যান ডঃ পবন মুঞ্জল গ্রাহকদের হাতে তুলে দিয়েছেন।

ফেব্রুয়ারিতে লঞ্চ হলেও Mavrick 440-এর ডেলিভারি শুরু করতে ক্রেতাদের থেকে দু’মাস সময় চেয়ে নিয়েছিল হিরো। এই মডেলের মাধ্যমে 400-500 সিসি সেগমেন্টে যাত্রা আরম্ভ করেছে সংস্থা। ফ্ল্যাগশিপ মডেলটি Harley-Davidson X440-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

Hero Mavrick 440-এর ডেলিভারি শুরু হয়েছে

Mavrick 440-এ Harley-Davidson X440-এর 440 সিসি ইঞ্জিন দেওয়া হয়েছে। এটি থেকে 6,000 আরপিএম গতিতে সর্বোচ্চ 27 বিএইচপি শক্তি এবং 4,000 আরপিএম গতিতে 36 এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে 6-স্পিড গিয়ার সমেত স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।

একটি স্টিল ট্রেলিস ফ্রেমের উপর ভর করে ও 17 ইঞ্চি হুইলে ছুটবে Hero Mavrick 440। এতে রয়েছে 43 মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং 7-স্টেপ অ্যাডজাস্টেবল টুইন রিয়ার শক। দু’দিকেই রয়েছে 130 মিমি ট্রাভেল। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে ডুয়েল চ্যানেল এবিএস সমেত সামনে 320 মিমি এবং পেছনে 240 মিমি ডিস্ক ব্রেক উপস্থিত।

Hero Mavrick 440 তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয় – বেস, মিড ও টপ। এগুলির দাম যথাক্রমে 1.99 লক্ষ, 2.14 লক্ষ ও 2.24 লক্ষ টাকা (এক্স-শোরুম)। বর্তমানে হিরোর প্রিমিয়া (Premia) ডিলারশিপ থেকে বাইকটির বুকিং চলছে। বেস ভার্সনে রয়েছে ওয়্যার স্পোক হুইল, যেখানে বাকি দুই ট্রিমে অ্যালয় হুইল অফার করা হয়েছে। বাজারে এর প্রতিদ্বন্দ্বী মডেল হিসেবে রয়েছে – Triumph Speed 400, Royal Enfield Hunter 350 ও Harley-Davidson X440।

Tags:    

Similar News