Hero Mavrick 440 Scrambler: এবার স্ক্র্যাম্বলার বাইকে মন জয় করবে হিরো, হোন্ডা-বাজাজকে টেক্কা দিতে শীঘ্রই হবে লঞ্চ
হিরো মটোকর্পের প্রথম স্ক্র্যাম্বলার মোটরসাইকেলে পাওয়া যাবে ৪৪০ সিসির শক্তিশালী সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন। যা Mavrick 440 এবং Harley-Davidson X440 বাইকেও রয়েছে।
Hero MotoCorp তাদের প্রথম স্ক্র্যাম্বলার বাইকের ট্রেডমার্ক জমা করল। কোম্পানির প্রথম ৪৪০ সিসি মডেল Mavrick এর উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে এই স্ক্র্যাম্বলার বাইক। এটির ট্রেডমার্ক ছবি অনলাইনে ফাঁস হয়েছে। ২০২৫ সালে বাইকটি প্রকাশ করতে পারে হিরো। ইতিমধ্যে আরেক হাই-ক্যাপাসিটি বাইক, XPulse 421 এর একঝলক প্রকাশ করেছে সংস্থা।
এটি ব্র্যান্ডের প্রথম স্ক্র্যাম্বলার মোটরসাইকেল হতে চলেছে। ইঞ্জিনের ক্ষেত্রে নতুন Mavrick 440 স্ক্র্যাম্বলারে Mavrick 440 এবং Harley-Davidson X440 এর মতো একই সেটআপ থাকবে। মিলবে ৪৪০ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন। পারফরম্যান্সের দিক দিয়ে সর্বাধিক ২৭ হর্সপাওয়ার এবং ৩৬ এনএম টর্ক তৈরি করতে সক্ষম এই ইঞ্জিন। এখন দেখার বাইকের ইঞ্জিন আউটপুটে অন্য কোনও পরিবর্তন করে কিনা সংস্থা।
ডিজাইনের ক্ষেত্রে Mavrick 440 স্ক্র্যাম্বলার দেখতে কমবেশি স্ট্যান্ডার্ড বাইকের মতোই হতে পারে। একটি নতুন ছোট উইন্ডস্ক্রিন এবং একটি হ্যান্ডেলবার ব্রেস যুক্ত করা হতে পারে৷ সাসপেনশনের ক্ষেত্রে টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়াল-শক অ্যাবজর্বার সেটআপ পাওয়া যেতে পারে। তবে অফ-রোডিংয়ের জন্য উপযোগী করতে সাসপেনশন ট্রাভেল বাড়াতে পারে হিরো।
নতুন বাইকের লঞ্চ কবে হবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করনি হিরো। আশা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি বা শেষের দিকে Mavrick 440 Scrambler বাজারে আনতে পারে সংস্থা। এটি লঞ্চ হলে এই সেগমেন্টে যে একটি আকর্ষণীয় সংযোজন হবে তা বলার অপেক্ষা রাখে না।