বাজার কাঁপাতে নতুন স্কুটার আনছে হিরো মটোকর্প, অ্যাক্টিভার থেকে বেশি মাইলেজ!
হিরোর নতুন ইলেকট্রিক স্কুটারে থাকতে পারে একটি সিঙ্গেল রিমুভেবেল ব্যাটারি। ফুল চার্জে রেঞ্জ দিতে পারে ৬৪ কিলোমিটার। বিশেষ ফিচার্সের মধ্যে মিলবে দুটি রাইড মোড, LED লাইটিং ইত্যাদি।
কম দামে নতুন ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে Hero MotoCorp। খুব শীঘ্রই বাজারে দেখা যাবে নতুন Vida V2 Lite ইলেকট্রিক স্কুটার। এটির দাম অন্যান্য ইলেকট্রিক স্কুটারের তুলনায় বেশ কম হতে পারে বলে জানা গিয়েছে। দৈনন্দিন জীবনে নিত্য যাতায়াতে পরিবেশ বান্ধব বিকল্প হিসাবে এই স্কুটার হাজির করতে চাইছে হিরো।
এই মুহূর্তে বাজারে Vida V1 ইলেকট্রিক স্কুটার বিক্রি করে থাকে সংস্থা। নতুন মডেল V2 Lite এর ডিজাইনে খুব বেশি পরিবর্তন থাকবে না। শুধু নতুন রংয়ের বিকল্প পাওয়া যেতে পারে। তবে ফিচার্স ও রেঞ্জের মধ্যে পার্থক্য থাকবে। আসুন নতুন স্কুটার সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Hero Vida V2 Lite ইলেকট্রিক স্কুটার : ফিচার্স ও স্পেসিফিকেশন
হিরো ভিডা ভি২ লাইট স্কুটারে ২.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থাকবে বলে জানা গিয়েছে। সঙ্গে মিলবে ৩.৯ কিলোওয়াট শক্তির ইলেকট্রিক মোটর। স্কুটির সর্বোচ্চ গতি ৬৯ কিমি প্রতি ঘণ্টা। সংস্থার দাবি, এই স্কুটারের ব্যাটারি ০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। ফুল চার্জে ৬৪ কিলোমিটার রেঞ্জ দিতে পারে স্কুটারটি, যা হিরো’র পেট্রল স্কুটারগুলির মাইলেজের থেকে বেশি।
এছাড়া এতে পাওয়া যাবে একটি ফ্রন্ট ডিস্ক ব্রেক ও রিয়ার ড্রাম ব্রেক। স্কুটারে সাসপেনশন থাকবে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক ও মনোশক সাসপেনশন। ১২ ইঞ্চি চাকা পাওয়া যাবে এই স্কুটারে। ফিচার্সের মধ্যে মিলবে ফলো-মি-হোম লাইট, কি-লেস অপারেশন, ক্রুজ কন্ট্রোল, টু-ওয়ে থ্রটল, ইনকামিং কল অ্যালার্ট এবং LED লাইটিং। আশা করা হচ্ছে, Vida শীঘ্রই V2 Lite লঞ্চ করবে হিরো মটোকর্প। এই স্কুটার যে রঙগুলিতে লঞ্চ হতে পারে সেগুলি হল - ম্যাট অ্যাব্র্যাক্স অরেঞ্জ, গ্লসি স্পোর্টস রেড, গ্লসি ব্ল্যাক এবং ম্যাট হোয়াইট।
Hero Vida V2 Lite ইলেকট্রিক স্কুটার : সম্ভাব্য দাম
ভিডা ভি২ লাইট একটি বাজেট-ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার হবে বলে দাবি করেছে সংস্থা। বাজারে এটির এক্স-শোরুম দাম শুরু হতে পারে ৯০,০০০ টাকা থেকে। অর্থাৎ এটাই হিরো মটোকর্পের সবথেকে সস্তা ব্যাটারি চালিত স্কুটার হতে চলেছে।