Kinetic Electric Luna: ফুল চার্জে চলবে ২৫০ কিমি! দেশের সমস্ত বাইক-স্কুটারের চিন্তা বাড়াচ্ছে এই দু'চাকা

ই-লুনা ভারতীয় বাজারে একটি পরিচিত ইলেকট্রিক মোপেড। এটির নতুন ভ্যারিয়েন্ট আনছে নির্মাতা সংস্থা কাইনেটিক গ্রিন। নতুন মডেলে পাওয়া যাবে ২৫০ কিলোমিটার রেঞ্জ।

Update: 2024-12-04 14:12 GMT

নতুন অবতারে লঞ্চের এক বছরের মধ্যেই ভারতে নয়া ভ্যারিয়েন্টে আসছে ই-লুনা (E-Luna)। ভারতীয় বাজারে পরিচিত ইলেকট্রিক মোপেড বা স্কুটারের আরও শক্তিশালী ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে কাইনেটিক গ্রিন (Kinetic Green)। যার বিশেষত্ব হবে বিশাল রেঞ্জ। ৪.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি থাকতে পারে এই মোপেডে, যা ফুল চার্জে রেঞ্জ দেবে ২৫০ কিলোমিটার। এই রেঞ্জ বর্তমানে বেশিরভাগ ইলেকট্রিক স্কুটারের তুলনায় বেশি। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সংস্থার সিইও।

বর্তমানে দেশীয় বাজারে ই-লুনার দাম ৭০,০০০ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে একটি হালকা ওজনের ডুয়াল-টিউবুলার স্টিলের চেসিস এবং ১৫০ কেজির পেলোড ক্ষমতা। বর্তমানে এই মোপেড তিনটি ব্যাটারি ভ্যারিয়েন্টের সঙ্গে পাওয়া যায় - ১.৭ কিলোওয়াট আওয়ার, ২ কিলোওয়াট আওয়ার এবং ২.৩ কিলোওয়াট আওয়ার।

এক রিপোর্ট অনুযায়ী, ই-লুনার নতুন ভ্যারিয়েন্ট ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে কেনা যাবে। ইতিমধ্যে এই মোপেডের জন্য একটি মেজর ই-কমার্স সংস্থার থেকে ১ লাখ ইউনিটের আগ্রহ পেয়েছে। যার মধ্যে অর্ডার রয়েছে ১০ হাজার ইউনিট। এই মোপেড সাধারণ ক্রেতারা কিনতে পারবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ইলেকট্রিক লুনাতে ফিচার্স রয়েছে সম্পূর্ণ ডিজিটাল এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল, সাইড-স্ট্যান্ড সেন্সর, USB চার্জিং পোর্ট এবং সুবিধার জন্য ব্যাগ হুক সহ বেশ কিছু আধুনিক বৈশিষ্ট্য। এটিতে বিচ্ছিন্ন করা যায় এমন একটি ব্যাক সিটও রয়েছে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী। গ্রাহকরা এই স্কুটার বা মোপেড পাঁচটি রঙের বিকল্প থেকে বেছে নিতে পারবেন - মালবেরি রেড, ওশান ব্লু, পার্ল ইয়েলো, স্পার্কলিং গ্রিন এবং নাইট স্টার ব্ল্যাক।

Tags:    

Similar News