Honda Amaze: সবথেকে সস্তায় ADAS এবং চমকে দেওয়া মাইলেজ নিয়ে লঞ্চ হল নতুন হোন্ডা অ্যামেজ

একগুচ্ছ ফিচার্স ও চোখ জুড়ানো ডিজাইন নিয়ে হাজির নতুন Honda Amaze। বুধবার ভারতের বাজারে লঞ্চ হল এই গাড়ির আপডেটেড ভার্সন। দাম ও স্পেসিফিকেশন জেনে নিন।

Update: 2024-12-04 12:32 GMT

নতুন Honda Amaze ভারতের সবথেকে সস্তা যাত্রীবাহী গাড়ি, যেখানে পাওয়া যাবে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS) প্রযুক্তি। এদিন ভারতীয় বাজারে গাড়ির আপডেটেড ভার্সন লঞ্চ করল হোন্ডা। এই কম্প্যাক্ট সেডানে রয়েছে একগুচ্ছ ফিচার্স। বর্তমান প্রজন্মের কথা মাথায় রেখে গাড়িতে যোগ করা হয়েছে স্মার্ট সুবিধা।

নতুন হোন্ডা অ্যামেজ গাড়িটির তৃতীয় প্রজন্ম। এটির প্রথম মডেল লঞ্চ হয়েছিল ২০১৩ সালে। ৫ বছর পর ২০১৮ সালে গাড়ির দ্বিতীয় প্রজন্ম বা দ্বিতীয় আপডেট ভার্সন বাজারে আসে। তার ৬ বছর পর লঞ্চ হল তৃতীয় আপডেট ভার্সন। সংস্থার দাবি, ভারতে তাদের যতগুলি গাড়ি বিক্রি হয় তার মধ্যে ৪০ শতাংশ অ্যামেজ।

নতুন Honda Amaze : ফিচার্স ও স্পেসিফিকেশন

গাড়িতে ইঞ্জিন রয়েছে ১.২ লিটার ৪ সিলিন্ডার SOHC i-VTEC পেট্রল ইঞ্জিন, যা সর্বাধিক ৯০ পিএস শক্তি এবং ১১০ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে মিলবে ৫ স্পিড ম্যানুয়াল ও CVT ট্রান্সমিশন। হোন্ডার দাবি অনুযায়ী, গাড়ির মাইলেজ ম্যানুয়াল ভার্সনে ১৮.৬৫ কিমি প্রতি লিটার এবং অটোমেটিকে ১৯.৪৬ কিমি প্রতি লিটার।

গাড়িতে সুরক্ষার জন্য রয়েছে হোন্ডা সেনসিং ফিচার - যার অধীনে পাওয়া যাবে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS)। এছাড়া রয়েছে ৬টি এয়ারব্যাগও। অন্যান্য ফিচার্সের মধ্যে উল্লেখযোগ্য ৮ ইঞ্চি টাচস্ক্রিন, ওয়্যারলেস চার্জিং, ৬টি স্পিকার, ক্লাইমেট কন্ট্রোল এবং মাল্টি ফাংশান স্টিয়ারিং হুইল।

নতুন Honda Amaze গাড়ির দাম

ভারতে ২০২৪ Honda Amaze গাড়ির দাম শুরু ৮ লক্ষ (এক্স-শোরুম) টাকা থেকে। এটি বেস মডেল। টপ ভ্যারিয়েন্টের দাম ১০.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর যে মডেলে ADAS ফিচার পাবেন তার দাম ৯.৭০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Tags:    

Similar News