Hero Mavrick: রাত পোহালেই হিরোর নতুন বাইক ম্যাভরিকের লঞ্চ, দাম কত হতে পারে?
২৩ জানুয়ারি অর্থাৎ রাত পোহালেই ভারত সহ আন্তর্জাতিক বাজারে লঞ্চ হচ্ছে হিরো মোটোকর্পের (Hero MotoCorp)-এর নতুন ফ্ল্যাগশিপ মোটরসাইকেল Mavrick 440। এটি মার্কিন সংস্থার সবচেয়ে সস্তা মডেল Harley-Davidson X440-এর উপর ভিত্তি করে আসছে। বর্তমানে ভারতের কমিউটার মোটরসাইকেল সেগমেন্টে বৃহত্তম ব্র্যান্ড হিসেবে সুখ্যাত হিরো মোটোকর্প। তবে প্রিমিয়াম বাইক মার্কেটে নিজেদের দখল বাড়াতে এবার সমস্ত পিছুটান কাটিয়ে উঠছে তারা। তারই সাক্ষ্য হিসেবে এই পদক্ষেপ নিতে চলেছে সংস্থা। ইতিমধ্যেই Hero Mavrick 440 সম্পর্কে নানা তথ্য অনলাইনে ফাঁস হয়েছে, চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
স্ট্রিটফাইটার স্টান্স
রোডস্টার Harley-Davidson X440-এর উপর ভিত্তি করে আসা সত্ত্বেও Hero Mavrick 440-তে স্ট্রিটফাইটার স্টাইল ফুটিয়ে তোলা হয়েছে। যে ক্ষেত্রে কোম্পানিকে ব্যাপক মডিফিকেশন করতে হয়েছে। লঞ্চের পর এটি সংস্থার ফ্ল্যাগশিপ মডেল হিসেবে আসবে। এর ডিজাইনের কিছু বৈশিষ্ট্য অনলাইনে ফাঁস হয়েছে।
ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
Hero Mavrick 440-তে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। অনুমান করা হচ্ছে, এতে স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা উপলব্ধ থাকবে। এখানে রাইডিং ডাইনামিক্স এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ভেসে উঠবে।
অ্যালয় হুইল
Harley-Davidson X440-এর উপর ভিত্তি করে আসা সত্ত্বেও নতুন মোটরসাইকেলটিতে থাকছে ভিন্ন স্টাইল। প্রথমটিতে অ্যালয় হুইলের দেখা না মিললেও, দ্বিতীয়টিতে সেটিই বর্তমান। Mavrick 440-তে দেখা মিলবে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং ১৯ ইঞ্চি হুইল।
Harley-Davidson-এর পাওয়ারট্রেন
Hero Mavrick 440-তে থাকছে Harley-Davidson X440-এর পাওয়ারট্রেন। তবে টিউনিং আলাদা হতে পারে। X440-এর মতো Mavrick 440-তেও ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে ৬-গতির গিয়ারবক্স।
সিগনেচার এলইডি লাইট
হিরো মোটোকর্প ইতিমধ্যেই আসন্ন মোটরসাইকেলের সিগনেচার এলইডি ডে টাইম রানিং লাইটের ছবি টিজ করেছে। এতে M-অক্ষরের দেখা পাওয়া গেছে। এর হেডল্যাম্পটি ফুল এলইডি, এ ছাড়া টেললাইট, টার্ন ইন্ডিকেটর সবই এলইডি। বাইকটির দাম দু'লাখ টাকার বেশি হবে বলেই অনুমান (এক্স-শোরুম)।