রয়্যাল এনফিল্ডকে জোর ধাক্কা! মার্কিন-ব্রিটিশ সংস্থার সঙ্গে হাত মিলিয়ে দেশে দুর্ধর্ষ বাইক লঞ্চ করছে Hero, Bajaj

By :  SUMAN
Update: 2023-07-03 04:55 GMT

ভারতের প্রিমিয়াম মোটরসাইকেলের জগতে এক ও অদ্বিতীয় হয়ে আত্মপ্রকাশ করেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। ৩৫০-৫০০ সিসি সেগমেন্টে তাদের একের পর এক বাজার কাঁপানো মডেল রয়েছে। যেমন – Classic 350, Bullet 350, Meteor 350, Hunter 350 ও Himalayan 400। স্বভাবতই চেন্নাইয়ের সংস্থার এই সাফল্যে ঈর্ষান্বিত হিরো মোটোকর্প (Hero MotoCorp) ও বাজাজ (Bajaj)-এর মতো সংস্থাগুলি। তাই অনতিবিলম্বে বিশ্বাসী Hero MotoCorp আমেরিকার বিখ্যাত ক্রুজার বাইক নির্মাতা Harley-Davidson এবং ব্রিটেনের আইকনিক প্রিমিয়যাম মোটরসাইকেল কোম্পানি Triumph-এর সাথে জোট বেঁধে Bajaj এই সপ্তাহে ভারতে নতুন মডেল লঞ্চ করতে চলেছে।

বাজাজ-ট্রায়াম্ফ-এর একজোড়া বাইক সদ্য আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে। এগুলি হল – Speed 400 ও Scrambler 400X। দুটিই ভারতের বাজারে আগামী ৫ জুলাই লঞ্চ হচ্ছে। আর হিরো-হার্লে যৌথ উদ্যোগে তৈরি বাইক X440 আজ অর্থাৎ ৩ জুলাই দেশে হাজির হতে চলেছে। আসুন প্রিমিয়াম মোটরসাইকেল দুটির সম্পর্কে জেনে নেওয়া যাক।

Triumph Speed 400, Scrambler 400X

ডিজাইনার দিক থেকে Triumph Speed ও Scrambler 400X মডেল দুটি যথাক্রমে Speed Twin 900 ও Scrambler 900-কে অনুসরণ করেছে। উভয় মোটরসাইকেলেই রয়েছে একটি নতুন ৩৯৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে ৪০ বিএইচপি শক্তি ও ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ট্রান্সমিশনের দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছে একটি ৬-স্পিড গিয়ারবক্স।

ট্রায়াম্ফের নতুন বাইক দুটি টিউবুলার স্টিলের হাইব্রিড স্পাইন/পেরিমিটার ফ্রেমের উপর তৈরি হয়েছে। ফিচার হিসেবে Speed 400 ও Scrambler 900-তে উপস্থিত একটি ড্যাস ইনডিক্টেড বৃহৎ অ্যানালগ স্পিড মিটার সহ ছোট এলসিডি স্ক্রিন, সুইটেবল ট্রাকশন কন্ট্রোল, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্টেশন, ডুয়েল চ্যানেল এবিএস, অ্যাসিস্ট ক্লাচ, ইমমোবিলাইজার, ইউএসবি সি-চার্জিং পোর্ট এবং অল এলইডি লাইটিং।

Harley-Davidson X440

Harley-Davidson X440 ভারতে মার্কিন সংস্থার সবচেয়ে সস্তার বাইক হিসেবে আসছে। এতে থাকছে একটি ৪৪০ সিসি, এয়ার/অয়েল কুল্ড মোটর। অনুমান করা হচ্ছে শক্তির দিক থেকে এটি Royal Enfield Classic 350-এর সমতুল্য হবে। এটি একটি টিউবুলার স্টিল ফ্রেম, আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং টুইন শক অ্যাবসর্বার সাসপেনশন সেটআপ সহ আসবে।

প্রোডাকশন রেডি মডেলে থাকছে এমআরএফ টায়ার, যাতে এবড়োখেবড়ো রাস্তাতেও সাবলীলতা দান করতে পারে বাইকটি। এতে থাকছে একটি ডিআরএল বার সমেত গোলাকৃতি হেডলাইট। এছাড়া রাউন্ড ইন্ডিকেটর, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি অফার করা হয়েছে।

Tags:    

Similar News