Hero Vida V1: এক চার্জে চলবে 110 কিমি, হিরোর ই-স্কুটারে এখন 27,000 টাকার সুবিধা

By :  SUMAN
Update: 2024-03-22 14:52 GMT

2023-24 অর্থবর্ষের অন্তিমে এসে ইলেকট্রিক স্কুটারের বিক্রি বাড়িয়ে নিতে উদ্যোগী হয়েছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। তাই সংস্থার বৈদ্যুতিক টু হুইলার তৈরির শাখা নতুন ‘ভিডা অ্যাডভান্টেজ প্যাকেজ’ (Vida Advantage Package) লঞ্চ করল। এটি আগ্রহী ক্রেতাদের Vida V1 Pro EV-এর মালিকানা গ্রহণ করা সহজ করে তুলবে। কোম্পানির দাবি, এমন উদ্যোগ নাকি সেগমেন্টে প্রথম। এর আওতায় একগুচ্ছ পরিষেবা ও সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। চলুন সেগুলি জেনে নেওয়া যাক।

উদাহরণস্বরূপ বলা যায়, ভিডা অ্যাডভান্টেজ আফ্টার-সেলস পরিষেবা নিতে 27,000 টাকা খরচ হলেও, নতুন ক্রেতাদের জন্য তা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি, এই বিশেষ অফারের বৈধতা 30 এপ্রিল, 2024 পর্যন্ত। এছাড়া উক্ত প্যাকেজের আওতায় রয়েছে ব্যাটারি প্যাকে 5 বছর/60,000 কিলোমিটারের এক্সটেন্ডেড ওয়ারেন্টি।

Vida Advantage Package-এর নানান সুবিধা

আবার 2,000-এর বেশি চার্জিং পয়েন্ট থেকে ক্রেতারা ব্র্যান্ডের ফাস্ট চার্জিং নেটওয়ার্ক থেকে পরিষেবা পেয়ে যাবেন। এছাড়া প্যাকেজের অধীনে 5 বছরের জন্য কোম্পানির ওয়ার্কশপ থেকে ফ্রি সার্ভিস রয়েছে। সবশেষে গ্রাহকরা 24×7 রোডসাইড অ্যাসিস্ট্যান্ট বেনিফিট উপভোগ করতে পারবেন।

এই প্রসঙ্গে হিরো মোটোকর্পের এমার্জেন্সি মোবিলিটি বিজনেস ইউনিটের প্রধান ব্যবসায়িক আধিকারিক ডঃ স্বদেশ শ্রীবাস্তব বলেন, “আমরা বুঝি, বৈদ্যুতিক পরিবহণে রূপান্তর কেবলমাত্র একটি ভেহিকেল কিনলেই মিটে যায় না। এটি একধরণের জীবনধারা। এই কারণেই আমরা Vida Advantage চালু করেছি, যা শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ির মালিকানাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে না, বরং শিল্পে গ্রাহক-কেন্দ্রিকতার জন্য একটি নতুন মান নির্ধারণ করে।”

প্রসঙ্গত, Vida V1-এর V1 Plus ও V1 Pro ভ্যারিয়েন্ট দুটির মূল্য যথাক্রমে 97,800 টাকা ও 1.26 লাখ টাকা (এক্স-শোরুম)। V1 Pro 0-40 কিমি/ঘন্টার গতিবেগ 3.2 সেকেন্ডে তুলতে সক্ষম। প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ 80 কিলোমিটার এবং রেঞ্জ 110 কিলোমিটার।

V1 Pro ই-স্কুটারে উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে রয়েছে – কাস্টম মোড, ক্রুজ কন্ট্রোল, বুস্ট মোড, টু ওয়ে থ্রটেল, কিলেস অ্যাক্সেস এবং 7-ইঞ্চি টিএফটি ডিসপ্লে। বাজারে এর প্রতিদ্বন্দ্বীদের তালিকায় উপস্থিত – Ather 450X, Ola S1 Pro, Bajaj Chetak ও TVS iQube।

Tags:    

Similar News