ফোনের একটা ক্লিকেই Hero-র বৈদ্যুতিক স্কুটার বাড়ির সামনে, ফুল চার্জে চালাতে পারবেন 165 কিমি
দোকানে গিয়ে পণ্য কেনাকাটার ক্ষেত্রে কিছুটা হলেও বাধা সৃষ্টি করেছে অনলাইন ই-কমার্স সংস্থাগুলি। হালফিলে অসংখ্য মানুষ সময় বাঁচাতে অনলাইন কেনাকাটায় অধিক স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তাই তেল, নুন থেকে শুরু করে প্রসাধনী সামগ্রিক সহ যাবতীয় পণ্য অনলাইনে উপলব্ধ হয়েছে। আজকাল তো আবার যানবাহনও ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাচ্ছে। এই যেমন এবারে দেশের বৃহত্তম টু-হুইলার সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp) তাদের একমাত্র ইলেকট্রিক স্কুটার Vida V1 ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এ লঞ্চ করল। তাই এবারে অফলাইনের পাশাপাশি অনলাইনেও স্কুটারটির দুটি ভ্যারিয়েন্ট কেনা যাবে। ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্যের হিরো ভিডা ভি১ প্রো অনলাইনে কীভাবে কিনবেন আসুন জেনে নেওয়া যাক।
Flipkart থেকে Hero Vida V1 Pro কেনার পদ্ধতি
- প্রথমে ফ্লিপকার্টে Vida V1 Pro-এর এক্স-শোরুম মূল্য চোকাতে হবে।
- পেমেন্টের ২ থেকে ৭ দিনের মধ্যে নিকটবর্তী হিরো মোটোকর্পের স্বীকৃত কোন ডিলারশিপ থেকে ইন্সুরেন্স এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- ৮ থেকে ১২ দিনের মধ্যে ডিলারশিপ থেকে আরটিও রেজিস্ট্রেশন, ইন্সুরেন্স, অ্যাডমিনিস্ট্রেশন এবং ইনসিডেন্টাল চার্জ প্রদান করতে হবে।
- পরবর্তী পর্যায়ে ১৩ থেকে ১৫ দিনের মধ্যে অতিরিক্ত অর্থ প্রদানের মাধ্যমে ডোরস্টেপ ডেলিভারি বেছে নিতে পারবেন। এছাড়া নিজের পছন্দমত ডিলারশিপ থেকেও Vida V1 Pro ডেলিভারি নেওয়া যাবে।
প্রসঙ্গত, উপরিউক্ত প্রক্রিয়া সম্পন্ন করার ১৫ দিনের মধ্যে Vida V1 Pro-এর চাবি গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে হিরো মোটোকর্প। বর্তমানে কেবলমাত্র দিল্লি, বেঙ্গালুরু এবং জয়পুরে এর ডেলিভারি দেওয়া হচ্ছে। আগামীতে চেন্নাই, হায়দ্রাবাদ, পুণে, নাসিক, নাগপুর এবং আমেদাবাদের ক্রেতাদের স্কুটারটি ডেলিভারি দেওয়ার পরিকল্পনা করছে সংস্থা।
Hero Vida V1 : দাম ও স্পেসিফিকেশন
Vida V1-এর Plus ভ্যারিয়েন্টে রয়েছে একটি ৩.৪৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যেখানে এর Pro মডেলে উপস্থিত ৩.৯৪ কিলোওয়াট আওয়ার ইউনিট। সম্পূর্ণ চার্জে এদের রেঞ্জ যথাক্রমে ১৪৩ কিলোমিটার ও ১৬৫ কিলোমিটার বলে দাবি করা হয়েছে। উভয় মডেলেই উপস্থিত ৮ বিএইচপি আউটপুট যুক্ত ইলেকট্রিক মোটর। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার। Vida V1 Plus ও V1 Pro-এর মূল্য যথাক্রমে ১.৪৫ লক্ষ ও ১.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।