অরণ্যের জীববৈচিত্র রক্ষায় সহায়তার জন্য বন বিভাগকে তিনশো মোটরসাইকেল দিল Hero
সমাজের উন্নয়নকল্পে দেশের বৃহত্তম টু-হুইলার সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp) বরাবরই দায়বদ্ধতার ভূমিকা পালন করে এসেছে। এই প্রেক্ষিতে সংস্থার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) প্ল্যাটফর্ম ‘Hero WeCare’ বহুদিন আগেই গঠন করা হয়েছে। তাদের এই শাখা বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মে ব্রতী হয়। কখনও সেনাবাহিনী বা কখনও পুলিশ কর্মী, হিরোর বাইক ও স্কুটারের কৃপা ধন্য হওয়ার দৃষ্টান্ত প্রায়শই সামনে আসে। এবারে পরিবেশের হিতকারী সংস্থা ও উত্তরাখণ্ডের বনদপ্তর হিমালায়ান বাস্তু পুনরুদ্ধার, জীববৈচিত্র সংরক্ষণ এবং জীবিকা বর্ধন সমিতির সদস্যদের প্রায় ৩০০টি মোটরসাইকেল এবং ৬০০টি হেলমেট বিতরণ করল হিরো মোটোকর্প।
উত্তরাখণ্ডের বনাঞ্চলে জৈবিক বৈচিত্র রক্ষায় কাজ করা বন বিভাগের কর্মীদের সহায়তার লক্ষ্য নিয়ে মোটরসাইকেলগুলি দেওয়া হয়েছে। সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি তাদের ‘গ্রীন ড্রাইভ’ প্রকল্পের অধীনে জৈবিক বৈচিত্র সংরক্ষণে অঙ্গীকারের আওতাধীন। বনের বিভিন্ন প্রান্তে নির্বিঘ্নে টহল চালাতে ৩০০টি মোটরসাইকেলের প্রত্যেকটিতে রয়েছে হুটার, ফ্ল্যাশ লাইট, লেগ গার্ড, একটি হেলমেট লক এবং জলরোধী সাইড ব্যাগ। সাথে দেওয়া হয়েছে ৬০০টি হেলমেট।
বলাই বাহুল্য, এই বাইকগুলি বনকর্মীদের চোরাই শিকার, অবৈধ ভাবে গাছ কাটা, বনাগ্নি, এবং বন ও বন্য জন্তুদের উপর নজরদারি চালাতে বিশেষভাবে সহায়তা করবে। গতকাল, শুক্রবার সিএসআর এবং করপোরেট কমিউনিকেশন প্রধান ভরতেন্দু কবি উত্তরাখণ্ডের বন, ভাষা এবং প্রযুক্তি শিক্ষা মন্ত্রী সুবোধ উনিয়ালের হাতে বাইকের চাবি তুলে দেন। উনিয়াল এই প্রসঙ্গে বলেন, “উত্তরাখণ্ড বনদপ্তরের সাথে অংশীদারিত্ব এবং এই প্রকল্পে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা হিরো মোটোকর্পের কাছে কৃতজ্ঞ।”
উনিয়াল যোগ করেন, “আমার আশা আরও একাধিক কর্পোরেট সংস্থা এই অংশীদারিত্ব থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের সহযোগিতা করতে এগিয়ে আসবে।” অন্যদিকে ভরতেন্দু কবি বলেন, “হিরো মোটোকর্প পরিবেশ রক্ষা এবং জীব বৈচিত্র পালনে বরাবরের জন্য প্রতিশ্রুতি বদ্ধ। উত্তরাখণ্ড সরকারের সাথে অংশীদারিত্ব আমরা গভীরভাবে রক্ষা করি, এবং আগামীতে এই অংশীদারিত্ব আরও পাকাপোক্ত করতে আমরা বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করব।”