Hero Zero Electric Bike: ঝড় তুলতে আসছে হিরোর প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল, লঞ্চ কবে হবে জেনে নিন

দেশে প্রথম ইলেকট্রিক বাইক আনতে চলেছে হিরো মটোকর্প। এটি একটি হাই-পারফরম্যান্স ইলেকট্রিক বাইক হতে চলেছে। জিরো মোটরসাইকেলের সঙ্গে যৌথ উদ্যোগে মডেলটি লঞ্চ করা হবে।

Update: 2024-12-01 12:36 GMT

প্রায় এক বছর হল আমেরিকার ইলেকট্রিক বাইক সংস্থা জিরো মোটরসাইকেল (Zero Motorcycle) সঙ্গে হাত মিলিয়েছে ভারতের হিরো মটোকর্প (Hero MotoCorp)। কিন্তু, দুই সংস্থার যৌথ উদ্যোগে এখনও কোনও মোটরসাইকেল লঞ্চ হতে দেখা যায়নি। তবে এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই দেশে প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে হিরো। এটি একটি হাই পারফরম্যান্স ইলেকট্রিক বাইক হতে পারে বলে খবর।

সূত্রের দাবি, দুই সংস্থাই ভারতে ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করার যাবতীয় প্রস্তুতি শুরু করেছে। প্রাথমিক লক্ষ্য মাঝারি ওজনের পারফরম্যান্স ইলেকট্রিক বাইক। যদিও খুব বেশি তথ্য এখনও প্রকাশ করেনি হিরো। দুই সংস্থার যৌথ উদ্যোগে এটি হতে চলেছে প্রথম ইলেকট্রিক বাইক। ভারতে বেশ জনপ্রিয় নাম হিরো মটোকর্প। নিত্য যাতায়াতে এই সংস্থার উচ্চ মাইলেজ সম্পন্ন বাইক অনেকেরই পছন্দের।

এবার সেই তালিকায় যোগ দিতে চলেছে ব্যাটারি চালিত বাইক। জানা গিয়েছে, ২০২৬ সালে বাজারে আসতে হিরো-জিরো যুগলবন্দীর প্রথম ইলেকট্রিক বাইক। মোটরসাইকেল না আনলেও, ইতিমধ্যে দেশের বাজারে ইলেকট্রিক স্কুটার হাজির করেছে সংস্থাটি। ভিডা ব্র্যান্ডের অধিনে এই মুহূর্তে ব্যাটারি চালিত স্কুটার বিক্রি করে হিরো।

হিরো-এর প্রথম ইলেকট্রিক বাইক বাজারে লঞ্চ হলে এটি চ্যালেঞ্জ জানাবে আলট্রাভায়োলেট F77 মডেলকে। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে, হিরো মটোকর্প প্রিমিয়াম মোটরসাইকেলগুলিতে বেশ মনোযোগ দিতে শুরু করেছে। এই বাইক বিক্রির জন্য এটি একটি নতুন শোরুম চেইনও চালু করেছে সংস্থা।

ইতিমধ্যে ভিডা ব্র্যান্ডের অধীনে ভারতজুড়ে ইলেকট্রিক স্কুটার অভিজ্ঞতা হাসিল করেছে সংস্থা। যা প্রথম বাইক লঞ্চের ক্ষেত্রে সাহায্য করতে পারে। এখন শুধু দেখার ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখে কী কী বৈশিষ্ট্য এবং কত দামে বাইকটি বাজারে আনে হিরো। পাশাপাশি এটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ হবে কিনা সেদিকেও নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

Tags:    

Similar News